shono
Advertisement

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নদিয়ায় নিহত আদালত কর্মী

নিহত ব্যক্তি সিপিএম ছেড়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন বলেই দাবি স্থানীয় নেতৃত্বের৷ The post পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নদিয়ায় নিহত আদালত কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:36 AM Mar 20, 2019Updated: 09:36 AM Mar 20, 2019

পলাশ পাত্র, তেহট্ট: বাড়িতে ঢুকে পাঁচ লক্ষ টাকা দাবি৷ টাকা না পেয়ে এক আদালত কর্মীকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাল দুই দুষ্কৃতী৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আশুতোষ বিশ্বাস নামে ওই ব্যক্তির৷ মঙ্গলবার রাতের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ায় বার্ণিয়ার কৃষ্ণপুরে৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷

Advertisement

[ভোটের মুখে হাবড়ায় অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ১]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশুতোষবাবু কৃষ্ণনগর আদালতের কর্মী ছিলেন৷ সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন। তাই স্ত্রীকে নিয়েই থাকতেন তিনি৷ বাড়ি থেকে কৃষ্ণনগর প্রায় দেড় ঘন্টার দূরত্ব। মঙ্গলবার বাড়ি ফিরতে তাঁর রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে চা খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন আশুতোষ৷ অভিযোগ, রাত সাড়ে ন’টা নাগাদ দুই দুষ্কৃতী মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় বাড়ির পেছনের ফাঁকা জায়গা দিয়ে ঢোকে। টাকা দাবি করে তারা৷ টাকা দিতে রাজি না হওয়ায় দু’জনের মধ্য থেকে একজন বন্দুক বের করে আদালত কর্মীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আশুতোষ। গুলির শব্দে বাড়ির পাশে থাকা আত্মীয়স্বজন, প্রতিবেশীরা বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তাঁকে প্রায় পনেরো কিলোমিটার দূরে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

[দোলেও রাজনীতির রং, ভোটের মুখে দেদার বিকোচ্ছে মোদি-মমতার মুখোশ]

মৃতের স্ত্রী সন্ধ্যাদেবী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘দুজন মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় এসে পাঁচ লক্ষ টাকা বের করে দিতে বলে। টাকা দিতে অস্বীকার করায় ওরা গুলি চালায়।’’ স্থানীয় বিজেপি নেতা বিভাস বিশ্বাস বলেন, ‘‘এক সময় সিপিএম করতেন নিহত ওই ব্যক্তি৷ বর্তমানে তিনি বিজেপি শিবিরে নাম লেখান৷’’ তবে এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগসাজশ নেই৷ টাকা না পেয়েই দুষ্কৃতীরা এহেন কাণ্ড ঘটিয়েছে৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

The post পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নদিয়ায় নিহত আদালত কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement