মলয় কুণ্ডু: রাজ্যে আরও শিথিল হল কোভিড (COVID-19) সংক্রান্ত নিয়মকানুন। বেশ কয়েকটি ক্ষেত্রে আরও বাড়ছে ছাড়। শুক্রবার নবান্ন (Nabanna) থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।তাতে দেখা গিয়েছে, একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে নতুন নিয়মবিধি লাগু হচ্ছে। নভেম্বরেও জারি থাকবে নাইট কারফিউ (Night Curfew)।তবে কালীপুজো, দীপাবলি, ছটপুজো উপলক্ষে রাত্রিকালীন কারফিউতে ছাড় থাকবে। একঝলকে দেখে নিন কোন কোন নিয়ম শিথিল হল –
- সরকারি ও বেসরকারি সংস্থায় ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি।
- শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তরাঁ, পানশালা, স্পা, জিমেও ৭০ শতাংশ উপস্থিতি।
- প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারেও ৭০ শতাংশ পড়ুয়ার উপস্থিতি।
- লজ বা হলে বিয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ জমায়েতের অনুমতি।
- সিনেমা হল, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শকে ছাড়।
- সিরিয়ালের শুটিং, অডিশন, অডিও রেকর্ডিংয়ে ৭০ শতাংশ কলাকুশলীকে ছাড়।
- সিনেমা, সিরিয়ালের শুটিং করা যাবে আউটডোরে।
- সিনেমা হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত।
- রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আগের মতোই জারি নাইট কারফিউ।
(কালীপুজো উপলক্ষে ২ থেকে ৫ নভেম্বর এবং ছটপুজোয় ১০ থেকে ১১ নভেম্বর নাইট কারফিউয়ে ছাড়।)
- সব ক্ষেত্রেই মাস্ক এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক।
বিয়েবাড়ি ও খোলা জায়গায় অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে এবার থেকে ৭০ শতাংশ জনতার উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় ৬ মাস পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তবে শারীরিক দূরত্ববিধি বজায় রেখে সবরকম শিথিলতা প্রযোজ্য।