shono
Advertisement

পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দির গোকর্ণ, ভাঙল একাধিক কালীপুজোর মণ্ডপ

ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে স্থানীয় প্রশাসন৷ The post পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দির গোকর্ণ, ভাঙল একাধিক কালীপুজোর মণ্ডপ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Nov 04, 2018Updated: 09:21 PM Nov 04, 2018

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পাঁচ-সাত মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দি গোকর্ণ এলাকা৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত কালীপুজোর আলোকস্তম্ভ৷ তোরণ ভেঙে পড়ার ঘটনায় দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে হয়ে পড়ে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক৷ রবিবার দুপুর তিনটে নাগাদ হঠাৎই ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়৷ ঝড় ও বৃষ্টির জেরে গোকর্ণ গ্রামের বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঝড়ের জেরে বড় ক্ষতির আশঙ্কায় পুজো উদ্যোক্তারাও৷ কোথায় ভেঙে পড়েছে মণ্ডপ, কোথায় বৃষ্টিতে ধুয়ে গিয়েছে মণ্ডপের রং৷ কালীপুজোর ঠিক দু’দিন আগে পাঁচ মিনিটের ঝড়ে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের৷

Advertisement

 

[পিকনিক থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, গড়বেতায় মৃত ১]

মুর্শিদাবাদের কান্দি মহকুমার গোকর্ণের পাশাপাশি ক্ষতির মুখে খড়গ্রাম ব্লক একাধিক পুজো কমিটি৷ রবিবার দুপুরে হঠাৎ বীরভূমে তারাপীঠের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি ঝড় আছড়ে পড়ে খরগ্রাম থানা এলাকায়৷ ঝড় বয়ে যায় গোকর্ণ গ্রামের উপর৷ এদিনের এই ঝড়ে ক্ষয়ক্ষতির প্রসঙ্গে বিডিও সৌরভ ধর জানিয়েছেন, পারুলিয়া গ্রামের একটা অংশের উপর দিয়ে এই বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে৷ ওই এলাকায় সরকারি কিছু প্রকল্পের কাজ চলছিল৷ ঝড়ে সরকারি প্রকল্পের বেশ কিছু সামগ্রী নষ্ট হয়েছে৷ এছাড়া এলাকার কিছু কালীপুজোর মণ্ডপেও ক্ষতি হয়েছে৷ বলেন, ‘‘আমরা গোটা বিষয়টি খোঁজখবর শুরু করেছি৷ ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে৷’’

[স্ত্রী-র প্রেমিককে খুন করে নদীর চরে পুঁতে দিল যুবক]

The post পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দির গোকর্ণ, ভাঙল একাধিক কালীপুজোর মণ্ডপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement