shono
Advertisement
Bribery Case

বাড়িতে কোটি কোটি টাকা! ঘুষকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত সেনা আধিকারিক, বিবৃতি দিল প্রতিরক্ষামন্ত্রক

জড়িত সেনা আধিকারিকের স্ত্রীও!
Published By: Saurav NandiPosted: 05:28 PM Dec 21, 2025Updated: 05:28 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি প্রতিরক্ষা সংস্থার থেকে নানা সময়ে ঘুষ নিয়েছেন সেনা আধিকারিক। তার বিনিময়ে নানা সুযোগ-সুবিধাও পাইয়ে দিয়েছেন সেই সব সংস্থাকে! এ রকম কিছু অভিযোগের তদন্তে নেমে লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মা নামে ওই সেনা আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে টাকার পাহাড় খুঁজে পেল সিবিআই। বাড়ি থেকে উদ্ধার হল সব মিলিয়ে ২.২৩ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত ওই আধিকারিককে গ্রেপ্তারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন বিভাগের ডেপুটি প্ল্যানিং অফিসার পদে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল দীপক। তিনি গ্রেফতার হওয়ার পরেই এ নিয়ে বিবৃতিও জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তাদের বক্তব্য, দুর্নীতিতে যাঁরা যুক্ত, তাঁদের জিরো টলারেন্স নীতি মেনেই পদক্ষেপ করা হবে। সংবাদ সংস্থাকে এএনআই-কে প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক বলেন, "সরকার যে নীতি মেনে চলে, সেই অনুযায়ীই পদক্ষেপ করা হয়েছে।" সিবিআই সূত্রে খবর, ঘুষকাণ্ডে তাঁর স্ত্রী কর্নেল কাজল বালির নামও জড়িয়েছে। বর্তমানে তিনি রাজস্থানের শ্রীগঙ্গানগরের ১৬ ইনফ্যান্ট্রি ডিভিশন অর্ডন্যান্স ইউনিটের (ডিওইউ)-এর কমান্ডিং অফিসার হিসাবে কর্মরত।

সিবিআইয়ের এক কর্তা জানিয়েছেন, গত ১৮ ডিসেম্বর বিনোদ কুমার নামে এক ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল দীপককে ৩ লক্ষ টাকা ঘুষ দেন। সেই টাকা নেওয়ার সময়েই হাতেনাতে ধরা পড়ে যান ওই কর্তা। বিনোদকেও গ্রেফতার করা হয়। তার পরেই দীপকের বাড়িতে অভিযান চলে। কর্নেল কাজলের বাড়ি থেকেও ১০ লক্ষ টাকা নগদ মিলেছে। ধৃত দীপক এবং বিনোদকে শনিবারই আদালতে হাজির করানো হয়েছিল। আদালত ২৩ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেসরকারি প্রতিরক্ষা সংস্থার থেকে নানা সময়ে ঘুষ নিয়েছেন সেনা আধিকারিক।
  • বিনিময়ে নানা সুযোগ-সুবিধাও পাইয়ে দিয়েছেন সেই সব সংস্থাকে!
  • এ রকম কিছু অভিযোগের তদন্তে নেমে লেফটেন্যান্ট কর্নেল দীপককুমার শর্মা নামে ওই সেনা আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে টাকার পাহাড় খুঁজে পেল সিবিআই।
Advertisement