shono
Advertisement

ভিড়ে ঠাসা দিঘার সৈকতে ডলফিনের দেহ, সেলফি তোলার হিড়িক পর্যটকদের

মন্দারমণিতেও এর আগে ভেসে আসে ডলফিন৷ The post ভিড়ে ঠাসা দিঘার সৈকতে ডলফিনের দেহ, সেলফি তোলার হিড়িক পর্যটকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Sep 07, 2018Updated: 02:33 PM Sep 07, 2018

রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দারমণির পর এবার নিউ দিঘা৷ সমুদ্র সৈকতে উদ্ধার হল ডলফিনের দেহ৷ শুক্রবার সকালে ভিড়ে ঠাসা দিঘায় ডলফিনের দেহ দেখতে পেয়ে পর্যটকদের মধ্যে শোরগোল পড়ে যায়৷ শুরু হয়ে যায় সেলফি তোলার হিড়িক৷ কীভাবে দিঘায় ডলফিনের দেহ ভেসে এল, তা নিয়ে প্রশাসনিক মহলে চলছে আলোচনা৷

Advertisement

[কর্মীর মারে মৃত সদ্যোজাত, উত্তেজনা হাসপাতালে]

সারা বছরই সাধারণত পর্যটকের ভিড়ে ঠাসা থাকে দিঘা৷ তার উপর উইকএন্ড হলে তো আর কথাই নেই৷ অল্প কিছুদিনের ছুটি পেলেই ভ্রমণপিপাসুদের গন্তব্য দিঘা৷ শুক্রবারও তাই প্রচুর মানুষের ভিড়ে ঠাসা রয়েছে সমুদ্র সৈকত৷ এদিন সকালেও সূর্যোদয় দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন নিউ দিঘার যাত্রানালা ঘাটে৷ সূর্যোদয় তো দুরস্ত, তার পরিবর্তে এদিন পর্যটকদের নজর কাড়ল একটি ডলফিন৷ শুক্রবার সকালে ভিড়ে ঠাসা নিউ দিঘার যাত্রানালা ঘাটে একটি ডলফিনের দেহ দেখতে পান পর্যটকরা৷ প্রথমে এক পর্যটক দেখেন, বোল্ডারের উপরেই পড়ে রয়েছে ডলফিনের দেহটি৷ মুহূর্তের মধ্যেই লোকমুখে ছড়িয়ে পড়ে ডলফিনের দেহের কথা৷ একে একে ঘটনাস্থলে জড়ো হয়ে যান অগণিত পর্যটক৷ আট থেকে আশি নানা বয়সের পর্যটক কিছুক্ষণের মধ্যেই ওই মৃত ডলফিনটিকে ঘিরে ফেলেন৷ হাতে স্মার্টফোন থাকা জেনওয়াই কোনও ঘটনাকেই মুঠোফোন বন্দি করতে ভোলেন না৷ ডলফিনের মৃতদেহও বাদ গেল না৷ শুরু হয়ে যায় সেলফি তোলার হিড়িক৷ পাশে বা পিছন দিকে ডলফিনকে রেখে শুরু হয়ে যায় সেলফি তোলার পালা৷  

[হেরিটেজ আর্ট গ্যালারি হবে ডুরান্ড হল, পর্যটন কেন্দ্রের ভাবনা রেলের]

ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী দল৷ ডলফিনের দেহ উদ্ধার করেন তদন্তকারীরা৷ সাধারণত গভীর সমুদ্রে থাকে ডলফিন৷ এর আগেও মন্দারমণির সমুদ্র সৈকতে ডলফিন দেখতে পাওয়া যায়৷ সেই সময়েও ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়৷ মন্দারমণির পর এবার দিঘা৷ বারবার গভীর সমুদ্রে থাকা ডলফিন কীভাবে সমুদ্রের পাড়ে চলে এল, তা নিয়েই উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা৷

The post ভিড়ে ঠাসা দিঘার সৈকতে ডলফিনের দেহ, সেলফি তোলার হিড়িক পর্যটকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement