shono
Advertisement
Diamond Harbour

এক দশক আগে খুড়তুতো ভাইকে পিটিয়ে খুন, দুই সহোদরকে ১০ বছরের সাজা দিল ডায়মন্ড হারবার আদালত

আদালতের রায় খুনে খুশি মৃতের পরিবার।
Published By: Suhrid DasPosted: 04:50 PM Mar 01, 2025Updated: 04:50 PM Mar 01, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ১০ বছর আগে খুন হয়েছিলেন এক ব্যক্তি। সেই খুনের মামলায় সাজা শোনাল আদালত। দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। দোষী শরিফুল শেখ ও মুন্নাফ শেখ সম্পর্কে দুই ভাই। রায় খুনে খুশি মৃতের পরিবার।

Advertisement

২০১৪ সালের ২৯ জানুয়ারি রাতে খুনের ঘটনা ঘটেছিল। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মামুদপুরে বাড়ির সামনে খুন হন হাকিম শেখ নামে ২৫ বছরের এক যুবক। অভিযোগ, শরিফুল শেখ ও মুন্নাফ শেখ হাকিমদের বাড়ির সামনে দাঁড়িয়ে রাতে গালিগালাজ করছিল। প্রতিবাদ করেছিলেন হাকিমের দাদা হাবিব শেখ। তখন তাঁকে ওই দুই যুবক মারধর করে। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন হাকিম। তাঁকে লোহার রড দিয়ে প্রচণ্ডভাবে মারধর করে খুড়তুতো দুই দাদা শরিফুল ও মুন্নাফ।

মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় হাকিমকে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার পরে ওই যুবক মারা যান। এরপরেই ফলতা থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে। শুরু হয় মামলা। ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়প্রকাশ সিংয়ের আদালতে প্রায় দীর্ঘ ১০ বছর ধরে চলে মামলার শুনানি।

আজ শনিবার সাজা শোনালেন বিচারক জয়প্রকাশ সিং। দীর্ঘ সময় পেরলেও সাজা হয়েছে। এই ঘটনায় খুশি মৃতের পরিবারের সদস্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ বছর আগে খুন হয়েছিলেন এক ব্যক্তি। সেই খুনের মামলায় সাজা শোনাল আদালত।
  • দুই অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত।
  • দোষী শরিফুল শেখ ও মুন্নাফ শেখ সম্পর্কে দুই ভাই।
Advertisement