shono
Advertisement
Diamond Harbour

ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্র! পুলিশি হানায় গ্রেপ্তার ২০

বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্রের আসর বন্ধ করা হয়েছিল।
Published By: Paramita PaulPosted: 05:14 PM Jun 21, 2025Updated: 05:14 PM Jun 21, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভরদুপুরে হোটেলের অন্দরে মধুচক্র! জড়ো হয়েছিল বেশ কিছু পুরুষ-মহিলা। গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ডায়মন্ড হারবারের হোটেল থেকে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে ডায়মন্ড হারবার। অল্প সময়ের জন্য় বেরিয়ে আসা যায়। পর্যটকদের জন্য আনাচেকানাচে গড়ে উঠেছে একাধিক হোটেল। আর সেখানেই চলছে মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানা ও মহিলা থানার ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বেসরকারি হোটেলে হানা দেয়। অভিযানে পর্দা ফাঁস হয় মধুচক্রের। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ডায়মন্ড হারবারের হোটেল থেকে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। নিজস্ব চিত্র

 

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্রের আসর বন্ধ করা হয়েছিল। কিন্তু এদিন দুপুরে ফের খবর আসে শহরের একটি হোটেলে মধুচক্র চলছে। সঙ্গে সঙ্গেই পুলিশ মধুচক্রের আসর থেকে ২০ জন মহিলা-পুরুষকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে। মধুচক্রের আসর বন্ধ করতেই হোটেলগুলিতে যখন তখন পুলিশি অভিযান চালানো হবে বলেও আধিকারিকরা জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরদুপুরে হোটেলের অন্দরে মধুচক্র!
  • জড়ো হয়েছিল বেশ কিছু পুরুষ-মহিলা।
  • গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ।
Advertisement