shono
Advertisement

ফিরদৌস বিতর্কে দিলীপের নিশানায় তৃণমূল, কমিশনের দ্বারস্থ বিজেপি

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি৷ The post ফিরদৌস বিতর্কে দিলীপের নিশানায় তৃণমূল, কমিশনের দ্বারস্থ বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Apr 16, 2019Updated: 01:30 PM Apr 17, 2019

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে দিয়ে প্রচার করানোয় তৃণমূলের কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মঙ্গলবার নদিয়ার নাকাশিপাড়ায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের প্রচারে এসেছিলেন তিনি৷ সেখানে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের কী দুর্দশা হয়েছে, তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন৷ বাংলাদেশের নায়ককে এনে ভোটপ্রচার করতে হচ্ছে ওদের৷’’ এখানেই শেষ নয়, শাসকদলের এই ধরনের প্রচারের বিরুদ্ধে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বলেও জানান দিলীপ ঘোষ৷

Advertisement

[ আরও পড়ুন:  দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ]

এদিন নির্বাচনী প্রচারে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও একহাত নেন রাজ্য বিজেপি সভাপতি৷ গত শনিবার কৃষ্ণনগরের এক কর্মিসভা থেকে তাঁকে ‘পাগল বাবু’ বলে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। তার উত্তরে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘তেইশ তারিখ ভোটের ফলাফল প্রকাশের পর কে পাগল হয়, সেটা দেখা যাবে৷ ভোটের ফল প্রকাশ হলে পাগল হয়ে যাবেন ওঁনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের মানুষ তা চাক্ষুষ করবেন৷’’ এদিন দুপুরে নদিয়ার নাকাশিপাড়ার খ্রিস্টানপাড়া থেকে কয়েক হাজার কর্মীকে নিয়ে বাইক মিছিলে শুরু করেন দিলীপ ঘোষ। সেখান থেকে রাজাপুর, বেথুয়াডহরির স্টেশন মোড়, ৩৪ নম্বর জাতীয় সড়ক, কালীগঞ্জ থানার দেবগ্রাম, পলাশী হয়ে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় নাকাশিপাড়ায় শেষ হয় ওই বাইক মিছিল৷

[ আরও পড়ুন: প্রচারে মিমির হাতে লাগল চোট, মালিশে সারালেন অরূপ ]

মিছিল শেষে কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি। কর্মীদের উজ্জীবিত করতে বলেন, ‘‘আমাদের মূল শক্তি নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদিজীর জন্য সারা দেশ আজ গর্বিত। মোদিজি সর্বক্ষেত্রে দেশের উন্নতি ঘটিয়েছেন। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। আর আমাদের পক্ষে মানুষের সমর্থন আছে বলেই, তৃণমূল ভয় পাচ্ছে। আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে। তবে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। নদিয়ার দুটি লোকসভা আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করবেন।’’

ছবি: সঞ্জিৎ ঘোষ

The post ফিরদৌস বিতর্কে দিলীপের নিশানায় তৃণমূল, কমিশনের দ্বারস্থ বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement