shono
Advertisement

চূড়ান্ত বিজেপির বর্ধিত রাজ্য কমিটি! ঠাঁই পেতে চলেছেন বিক্ষুব্ধ শিবিরের প্রায় সব নেতা

শীর্ষ নেতৃত্বের চাপেই ঢোক গিলতে হচ্ছে বঙ্গ বিজেপির শাসক গোষ্ঠীকে।
Posted: 09:28 PM Feb 11, 2022Updated: 09:28 PM Feb 11, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির বর্ধিত রাজ্য কমিটি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর। আর সেখানে ঠাঁই পেতে চলেছেন বিক্ষুব্ধ শিবিরের বেশ কয়েকজন নেতা। জানা গিয়েছে, কয়েকজনকে রাজ্য পদাধিকারীতে নেওয়া হবে। বাকিদের রাজ্য কমিটির উপদেষ্টা কমিটি, আমন্ত্রিত ও রাজ্য কমিটির সাধারণ সদস্যের তালিকায় রাখা হবে। বর্ধিত রাজ্য কমিটিতে ঠাঁই পাচ্ছেন বিক্ষুব্ধ নেতারা প্রায় সবাই।

Advertisement

সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজকমল পাঠকরা থাকছেন। রাহুল সিনহা, দিলীপ ঘোষরা (Dilip Ghosh) উপদেষ্টা হিসেবে থাকবেন। তবে দুই বিক্ষুব্ধ সাময়িক বরখাস্ত হওয়া রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে রাখা হবে কি না তা চূড়ান্ত নয়। এই দু’জনকে নেওয়ার ব্যাপারেও অবশ্য কয়েকজন কেন্দ্রীয় নেতা রাজ্য বিজেপিকে চাপ দিচ্ছেন বলে খবর। এছাড়া, অন্য বাদ পড়া নেতাদের অবিলম্বে রাজ্য কমিটিতে সম্মানজনক জায়গায় যাতে নেওয়া হয়, তা দিল্লির তরফে রাজ্য শাখাকে বলে দেওয়া হয়েছে বলে খবর। অবিলম্বে বাংলায় দলে বিদ্রোহ দমনে উদ্যোগী কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে শীর্ষ নেতৃত্বের চাপেই ঢোক গিলতে হচ্ছে বঙ্গ বিজেপির শাসক গোষ্ঠীকে।

[আরও পড়ুন: ‘দল বা নেতানেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে না I-PAC’, টুইট পিকে’র সংস্থার]

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গ বিজেপির (West Bengal) বিদ্রোহীদের দল ভারী হওয়ার ছবি সামনে এসেছে! উত্তরাখণ্ডে শান্তনু ঠাকুর (Shantanu Thakur) এবং লকেট চট্টোপাধ্যায়ের বৈঠক ঘিরে গুঞ্জন শুরু হয়েছিল গেরুয়া শিবিরে। উত্তরাখণ্ডের বাঙালি অধ্যুষিত এলাকায় ভোটের প্রচারে বাংলায় দলের বিক্ষুব্ধ শিবিরের মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেই বেছে নেয় সেখানকার নির্বাচনের দায়িত্বে থাকা লকেট চট্টোপাধ্যায়। উত্তরাখণ্ডের রুদ্রপুর বিধানসভা এলাকায় বাঙালি পল্লিতে শান্তনু ঠাকুরকে নিয়ে প্রচার করেন লকেট।

অন্যদিকে পূর্ণাঙ্গ রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিতদের তালিকাও চূড়ান্ত বলে বিজেপি সূত্রে খবর। অনেক তারকার নাম রয়েছে সেই তালিকায়। জ্যোতির্ময়ী শিকদার, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারী-সহ আরও অনেকে স্থান পাচ্ছেন সেই তালিকায়।

[আরও পড়ুন: রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের দাবি, রাজ্যসভায় প্রস্তাব পেশ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement