শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: স্ত্রী মহিলা ওয়ার্ডে ভরতি। ভিজিটিং আওয়ার্সের পরে দেখতে এসে বাধা পাওয়ায় হাসপাতালে তাণ্ডব মদ্যপ যুবকের। আক্রান্ত কর্তব্যরত এক পুলিশকর্মী। ওই যুবক পুলিশকর্মীটির হাতে কামড় বসে দিয়েছে বলে অভিযোগ। আক্রান্ত পুলিশকর্মী ভরতি হাসপাতালে। বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়ি জেলা হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের নাম বিকাশ পাসওয়ান। তার বাড়ি শিলিগুড়ির নৌকাঘাট এলাকায়। কয়েকদিন আগেই প্রসব য্ন্ত্রণা নিয়ে বিকাশের স্ত্রী সুমিত্রা পাসওয়ান ভরতি হন শিলিগুড়ি জেলা হাসপাতালে। মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে অন্য রোগীদের দাবি, মেয়ে হওয়ায় মেজাজ বিগড়ে যায় বিকাশের। বুধবার হাসপাতালে ওয়ার্ডেই স্ত্রীকে বেধড়ক মারধর করে সে। রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে বিকাশকে ওয়ার্ড থেকে বের করে দেন শিলিগুড়ি জেলা হাসপাতালের কর্মীরা। বৃহস্পতিবার সকালে ফের শিলিগুড়ি জেলা হাসপাতালে আসে বিকাশ। কিন্ত, ততক্ষণে হাসপাতালের ভিজিটিং আওয়ার্স পেরিয়ে গিয়েছিল বলে অভিযোগ। শিলিগুড়ি জেলা হাসপাতালের নিরাপত্তারক্ষীদের দাবি, মদ্যপ অবস্থায় জোর করে মহিলা ওয়ার্ডে ঢোকার চেষ্টা করছিল বিকাশ। বাধা দিলে তাঁদের সঙ্গে তর্কাতর্কি করতে শুরু সে। খবর দেওয়া হয় হাসপাতাল চত্বরের পুলিশ ক্যাম্পে । কিন্তু বিনীত গোয়েল নামে এক পুলিশকর্মী যখন বোঝানোর চেষ্টা করেন, তখন বিকাশ হাতে কামড় বসিয়ে দেয় বলে অভিযোগ। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে। আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভরতি করেন তাঁর সহকর্মীকে। বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হাসপাতাল চত্বরে পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় মুখ খুলতে চায়নি শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
[পুজোর ছুটিতেও নিয়মিত ক্লাস হচ্ছে রাজ্যের এই স্কুলে, কেন জানেন]
The post কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী, হাসপাতালে তাণ্ডব মদ্যপ যুবকের appeared first on Sangbad Pratidin.
