shono
Advertisement
Santipur

গৃহবধূর গায়ে মদ ঢালল মদ্যপ যুবকরা! প্রতিবাদ করতেই জুটল মার, ধুন্ধুমার শান্তিপুরে

হেনস্তা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে শান্তিপুর থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 03:50 PM Nov 03, 2024Updated: 05:46 PM Nov 03, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: কালীপুজোর বিসর্জনে গৃহবধূর গায়ে মদ ঢালল মদ্যপ যুবকরা! প্রতিবাদ করতেই দম্পতির কপালে জুটল মার! আহত বধূকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী ও সঙ্গে থাকা বন্ধুও। হেনস্তা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে শান্তিপুর থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বির্সজনে শোভাযাত্রা বের করে শান্তিপুরের একটি পুজো কমিটি। সেই সময় বাইক নিয়ে যাচ্ছিলেন দত্তপাড়ার বাসিন্দা সৌভিক কর ও তাঁর স্ত্রী রিমি কর। সঙ্গে ছিলেন তাঁদের এক বন্ধু। অভিযোগ, ওই শোভাযাত্রায় থাকা কয়েকজন যুবক মদের বোতল নিয়ে দাপাদাপি করছিলেন। সেই সময় মদ ওই বধূর গায়ে এসে পড়ে। প্রতিবাদ করতেই অভিযুক্ত যুবকরা মুখের মদ তাঁর গায়ে ছিটিয়ে দেয়। প্রতিবাদ করলে দম্পতি ও তাঁদের বন্ধুর উপর চড়াও হয় অভিযুক্তরা। মুহূর্তে ধুন্ধুমার বেঁধে যায়।

পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বের এই ঘটনায় ছুটে আসেন দুই সিভিক ভলান্টিয়ার। পরিস্থিতি সামাল দেওয়া হয়। ওই গৃহবধূর স্বামী সৌভিক কর বলেন, "রাস্তা দিয়ে যাওয়ার সময় স্ত্রীর গায়ে মদের ছিটে লাগে। প্রতিবাদ করতেই মুখের মদ স্ত্রীর গায়ে দিয়ে দেয় কয়েকজন। এর পর মারধর শুরু করে।" থানায় অভিযোগ দায়ের করেছেন সৌভিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালীপুজোর বিসর্জনে গৃহবধূর গায়ে মদ ঢালল মদ্যপ যুবকরা!
  • প্রতিবাদ করতেই দম্পতির কপালে জুটল মার!
  • আহত বধূকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত হয়েছেন স্বামী ও সঙ্গে থাকা তাঁর বন্ধুও।
Advertisement