shono
Advertisement
Chandranath Sinha

বাজেয়াপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 'অ্যাকশনে' ইডি

মোট ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
Published By: Sayani SenPosted: 08:17 PM Jan 02, 2026Updated: 08:17 PM Jan 02, 2026

দেব গোস্বামী, বোলপুর: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ ইডির। তাঁর ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর স্ত্রী, দুই ছেলের নামে থাকা ফ্ল্যাট, বাড়ি, জমি-সহ মোট ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে নথিপত্র জমা দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে রাজ্যপালের অনুমতিতে মেটে সমস্যা। আদালতে সেই সংক্রান্ত নথিও পেশ করে ইডি। তাতেই গৃহীত হয়েছে চার্জশিট।

তাঁর বাড়িতে তল্লাশিও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা ১৪ ঘণ্টা তল্লাশি করা হয়। তাঁর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা ইডি বাজেয়াপ্ত করে। একটি মোবাইলও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তারপর তাঁকে বারবার তলবও করা হয়। ইতিমধ্যে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই মতো পুজোর আগেও এই সংক্রান্ত মামলায় স্বস্তি পান তিনি। মন্ত্রীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। যদিও তদন্তে সবরকমভাবে তাঁকে সাহায্য করতে হবে বলে নির্দেশে জানায় আদালত। সেই মতো চন্দ্রনাথ সিনহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেন রাজ্যের কারামন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 'অ্যাকশনে' ইডি।
  • বাজেয়াপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল সম্পত্তি।
  • মোট ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
Advertisement