রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বছর শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, চলতি মাসের মাঝে তিনি জোড়া কর্মসূচি নিয়ে আসছেন এরাজ্যে। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই জায়গায় দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছরের শুরু থেকেই যেমন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির, তেমনই গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচার সুর চড়াচ্ছে। তারই অংশ হিসেবে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর, মনে করছে ওয়াকিবহাল মহল।
দলীয় সূত্রে খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বাংলার দুপ্রান্তে দুটি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। ১৭ তারিখ উত্তরবঙ্গের মালদহ ও ১৮ তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদি। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। এনিয়ে মালদহ বা হাওড়ার জেলা নেতৃত্বও এখনও কিছু জানায়নি।
এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে জনসভায করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই তাহেরপুরে মতুয়া গড় হিসেবে পরিচিত। এসআইআরের প্রাথমিক খসড়ায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ায়র পরপরই মোদির জনসভায় ঠিক কী বার্তা মেলে, সেদিকে নজর ছিল আমজনতার। কিন্তু ওইদিন আবহাওয়া খারাপ থাকায়, কুয়াশার কারণে মোদির কপ্টার নামতে পারেনি কৃষ্ণনগরে। তিনি দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরবাসীর উদ্দেশে ভারচুয়ালি ভাষণ দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরে একবার গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন। ফলে নতুন বছরের প্রথম মাসে মোদির আসন্ন কর্মসূচিতে মালদহ, হাওড়ার পাশাপাশি কৃষ্ণনগরও রয়েছে কি না, সেই প্রশ্ন উঠছে।
এদিকে, জানুয়ারি মাস ব্যাপী গোটা রাজ্যজুড়ে 'আবার জিতবে বাংলা' নামে কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা মাস ধরে জেলায় জেলায় জনসংযোগ করবেন তিনি। পালটা বিজেপিও বছরের গোড়া থেকে প্রচারে ঝড় তুলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীকে দিয়েই সেই হাইভোল্টেজ প্রচার শুরু করতে চলেছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
