নব্যেন্দু হাজরা: আর মাত্র কয়েকদিন পরেই দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের চাকা ঘুরবে বাংলায়। বাংলার সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ রক্ষা করবে ট্রেনটি। রেলের তরফে পাওয়া শেষ খবর অনুযায়ী হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে অসমের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটান জেলাকে ছোঁবে। কম খরচে উন্নততর পরিষেবা দিতেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ভাবনা বলেই দাবি কর্তৃপক্ষের।
গত কয়েকদিন আগেই নয়া বন্দে ভারত স্লিপারে ‘ওয়াটার টেস্ট’ করা হয়। সেই ভিডিও খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে তাঁর সমাজমাধ্যমে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, ট্রেনটিকে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে চালানো হলেও গ্লাস থেকে একটুকু জল চলকে পড়ছে না। কোটা থেকে নাগদা সেকশনে ট্রেনটির পরীক্ষা করা হয়। সেখানে একেবারে ফুল মার্কস নিয়েই পরীক্ষায় পাশ করে বন্দে ভারত স্লিপার ট্রেনটি। আর এরপরেই গুয়াহাটি থেকে কলকাতা বন্দে ভারত স্লিপারের ঘোষণা করেন রেলমন্ত্রী। এখনও যদিও নয়া এই ট্রেনের টাইমটেবিল ঘোষণা হয়নি। তবে ভাড়া মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে। জানা যাচ্ছে, থ্রি এসির ভাড়া হতে পারে ২৩০০ টাকা, টু এসির ভাড়া পড়তে পারে ৩০০০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া পড়তে পারে ৩,৬০০ টাকা।
দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। যা নিঃসন্দেহে রেল পরিষেবায় গতি বাড়িয়েছে। এবার দেশের ট্র্যাকেই ছুটবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারতের স্লিপার ভার্সন। রেলমন্ত্রী জানিয়েছেন, গুয়াহাটি-কলকাতার মধ্যে ছুটবে এই ট্রেন। ১৬ কোচের ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। শুধু তাই নয়, কবচ, এমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো অত্যাধুনিক সমস্ত পরিষেবাই যাত্রীরা এই ট্রেনে পাবেন বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী নয়া এই ট্রেনে যাত্রা করতে পারবেন বলেও জানা গিয়েছে। রেলমন্ত্রী জানান, আগামী দিন পনেরোর মধ্যে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হতে পারে নয়া ট্রেনের। প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। উনি সময় চূড়ান্ত করলেই উদ্বোধন সূচি চূড়ান্ত করা হবে। জানা যাচ্ছে, চলতি মাসের ১৭ কিংবা ১৮ তারিখ নয়া ট্রেনের উদ্বোধন হতে পারে।
