shono
Advertisement

মোদির কাছে মহুয়ার নামে ‘নালিশ’, পর দিনই ইডি তলব তৃণমূল প্রার্থীকে, জল্পনা তুঙ্গে

'রাজমাতা' অমৃতা রায়কে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী।
Posted: 09:20 PM Mar 27, 2024Updated: 09:20 PM Mar 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়কে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। ফোনালাপে মহুয়া মৈত্রের ভবিষ্যত নিয়েও কথা হয়। এই কথোপকথনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করল ইডি। পর পর দুই ঘটনার মধ্যে ‘যোগসাজশ’ দেখছে রাজনৈতিক মহল।

Advertisement

মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতাকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি। ভাইরাল হওয়া অডিও ক্লিপে অমৃতাকে বলতে শোনা যায়, “আমি মানুষকে জিজ্ঞেস করি, মহুয়া মৈত্রের কী হবে? লোকে বলে, ওকে তো জেলেই যেতে হবে।” দলীয় প্রার্থীর মুখে এ কথা শুনেই ফোনের ওপাড়ে হেসে ফেলেন মোদি। হাসতে হাসতে বলেন, “আচ্ছা, লোকে বলে এ কথা?” যদিও অডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।

এই কথোপকথনের ২৪ ঘণ্টার মধ্যেই মহুয়াকে তলব করল ইডি। বৃহস্পতিবারই কৃষ্ণনগরের তৃণমূল (TMC) প্রার্থীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রধানমন্ত্রী ও বিজেপি প্রার্থীর এই কথোপকথনের পরই মহুয়াকে ইডির তলব কি নেহাতই কাকতালীয়? উঠছে প্রশ্ন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement