shono
Advertisement
Nadia

ছাত্রীদের বাড়ি ভাড়া দেওয়াই কাল! নবদ্বীপে খুন বৃদ্ধ, পলাতক হস্টেলের কর্মী

পলাতক অভিযুক্ত।
Published By: Paramita PaulPosted: 02:29 AM Jun 24, 2025Updated: 02:29 AM Jun 24, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে প্রাণ গেল বৃদ্ধের! সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বদ্বীপ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায়। খাবারের মান খারাপ হওয়ায় হস্টেল ছেড়েছিলেন তিন নার্সিং ছাত্রী। অভিযোগ, তাঁদের বাড়ি ভাড়া দেওয়ায় হস্টেলের এক কর্মী বৃদ্ধকে খুন করেছে। তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। পলাতক অভিযুক্ত।

Advertisement

মৃতের নাম নেপাল দেবনাথ। বয়স ৬৫ বছর। পেশায় টোটো চালক। বাড়ি নবদ্বীপ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সরকার পাড়া নিশান ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় একটি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে। সেখানেই কর্মরত অফিসঘাট রোডের বাসিন্দা নান্টু দেবনাথ নামক এক যুবক। অভিযোগ, ওই নার্সিং ট্রেনিং স্কুলে খাবারের মান ভালো না হওয়ায় সম্প্রতি তিন ছাত্রী নেপাল দেবনাথের বাড়িতে ভাড়া নেয়। এতেই ক্ষেপে যায় অভিযুক্ত নান্টু।

মৃত বৃদ্ধের বউমা অভিযোগ করে বলেন, "আজ বিকেলে অভিযুক্ত নান্টু দেবনাথ ৫ জনকে নিয়ে আমাদের বাড়িতে আসে। সেখানে হুমকি দেয় ভাড়াটে যদি না তোলা হয় তাহলে দেখে নেবে। সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ সরকারপাড়া নিশান ক্লাবের সামনে নেপাল দেবনাথকে একা পেয়ে বাঁশ বা রড দিয়ে মাথায় মেরে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত নান্টু।" স্থানীয় ও পরিবারের সদস্যরা ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে প্রাণ গেল বৃদ্ধের!
  • খাবারের মান খারাপ হওয়ায় হস্টেল ছেড়েছিলেন তিন নার্সিং ছাত্রী।
  • অভিযোগ, তাঁদের বাড়ি ভাড়া দেওয়ায় হস্টেলের এক কর্মী বৃদ্ধকে খুন করেছে।
Advertisement