সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে বুধবার দু'টি ম্যাচ ছিল। নর্থবেঙ্গল ইউনাইটেড মুখোমুখি হয়েছিল কোপা বীরভূমের। অন্যদিকে, সুন্দরবন বেঙ্গল অটো এফসি'র প্রতিপক্ষ ছিল জেএইচআর রয়্যাল সিটি এফসি। জয়ের মুখ দেখল নর্থবেঙ্গল এবং সুন্দরবন।
কোপা বীরভূমকে ২-১ গোলে হারিয়েছে নর্থবেঙ্গল ইউনাইটেড। প্রথম ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসি'র বিরুদ্ধে ১-৩ গোলের পরাস্ত হওয়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করল তারা। এদিন শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। কেউ কাউকে একচুলও জমি ছাড়তে যেন রাজি ছিল না। কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন শ্লোক তিওয়ারি।
ম্যাচের বয়স যখন ১৮ মিনিট, নর্থবেঙ্গলকে এগিয়ে দেন শ্লোক। ৩৮ মিনিটে ফের গোল করেন এই স্ট্রাইকার। বিরতিতে যাওয়ার দু'মিনিট আগে বীরভূমের হয়ে ব্যবধান কমান আকাশ মণ্ডল। দ্বিতীয়ার্ধে দুই দল বেশ কিছু সুযোগ পেলেও স্কোর লাইনে বদল হয়নি। শেষ পর্যন্ত কোপা বীরভূমকে ২-১ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফেরে উত্তরবঙ্গ।
রবিবার উদ্বোধনী ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছিল জেএইচআর রয়্যাল সিটি এফসি। প্রথম ম্যাচে জয় পেলেও বেঙ্গল সুপার লিগের দ্বিতীয় মেহতাবের সুন্দরবনের কাছে হেরে গেল তারা। নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল মেহতাবের হোসেনের দল। আর বুধবার জয়ের ধারা অব্যাহত রাখলেন তাঁর ছেলেরা। ৭৯ মিনিটে রিচমন্ড কোয়াসির করা একমাত্র গোলে জয়ের মুখ দেখে তারা। দুই ম্যাচে দু'টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল সুন্দরবন।
