shono
Advertisement
Howrah

বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, চাকায় জড়িয়ে গেল দেহ! দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র উলুবেড়িয়া

ঘটনার পর থেকেই ওই এলাকায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।
Published By: Suhrid DasPosted: 04:50 PM Jan 11, 2026Updated: 04:50 PM Jan 11, 2026

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু। আর সেই ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার জয়পুর এলাকা। স্থানীয় বাসিন্দারা ওই ঘাতক বাসটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। প্রাণভয়ে বাসের যাত্রীরা ছুটে পালান! পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম কার্তিক দলুই।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জয়পুর থানার ঝিখিরা এলাকায়। বছর ৬০-এর বৃদ্ধ কার্তিক দলুইয়ের বাড়ি কাঁকরোল গ্রামে। এদিন সকালে তিনি বাজার করে ঝিখিরা বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময় ঝিখিরা থেকে হাওড়াগামী একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন। জানা গিয়েছে, গতিতে আসা বাসটি রাস্তার ধার দিয়ে চলা ব্যক্তিকে পিছন থেকে ধাক্কা মারে। তিনি রাস্তার উপরেই পড়ে যান। সেসময় বাসের চাকা তাঁকে পিষ্ট করে। শুধু তাই নয়, চাকার সঙ্গেই মৃতদেহ আটকে থাকে। 

ঘাতক সেই বাস। নিজস্ব চিত্র

ওই ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশ থেকে স্থানীয়রা ছুটে যায়। বেলা ১১টায় ওই ঘটনার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘাতক বাসটির উপর চড়াও হয়। লাঠি, বাঁশ দিয়ে বাসটিতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। দুর্ঘটনার পরে রাস্তায় আরও কয়েকটি বাস দাঁড়িয়ে পড়ে। ক্ষোভ গিয়ে পড়ে সেসব বাসের উপরেও। বেশ কয়েকটি বাসেও ভাঙচুর চালানো হয়। প্রাণভয়ে বাসের যাত্রীরা পালাতে শুরু করেন। গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে।

জয়পুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক। তাঁর খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ঘটনার পর থেকেই ওই এলাকায় বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বাসমালিক ও চালকরা নিরাপত্তার দাবি তুলেছেন। পুরো ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের কাছে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু। আর সেই ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার জয়পুর এলাকা।
  • স্থানীয় বাসিন্দারা ওই ঘাতক বাসটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
  • প্রাণভয়ে বাসের যাত্রীরা ছুটে পালান! পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement