shono
Advertisement

রাজ্যের আপত্তিকে পাত্তা না দিয়ে জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরাল কমিশন

উত্তরবঙ্গের ভোট ডিউটিতে জঙ্গলমহলের কেন্দ্রীয় বাহিনী৷ The post রাজ্যের আপত্তিকে পাত্তা না দিয়ে জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরাল কমিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 AM Apr 05, 2019Updated: 03:14 PM May 11, 2019

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মাওবাদী দমনে মোতায়েন জঙ্গলমহলের চার জেলা-সহ বীরভূম থেকে সরল কেন্দ্রীয় বাহিনী৷ এই জেলাগুলি থেকে মোট ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তুলে আপাতত উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনী ডিউটিতে পাঠাল নির্বাচন কমিশন। কার্যত রাজ্যের আপত্তি উড়িয়ে এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷

Advertisement

[আরও পড়ুন:  ভোটের আগেই জয়োল্লাস! বাজনার তালে কোমর দোলালেন তৃণমূল বিধায়ক  ]

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে স্পেশ্যাল ট্রেনে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জঙ্গলমহলের ২৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ জঙ্গলমহলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম থেকে এই বাহিনী রওনা দিয়েছে৷ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশ। গত পয়লা এপ্রিল’ই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর থেকে যথাক্রমে এক এক করে মোট দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ারে গিয়েছে। বৃহস্পতিবার বাকি ২৭ কোম্পানিকে তুলে নেওয়া হয়। ২৯ কোম্পানি বাহিনীর মধ্যে ঝাড়গ্রামের ১৬ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ছয় কোম্পানি, পুরুলিয়ায় তিন কোম্পানি, বাঁকুড়া ও বীরভূমে যথাক্রমে দুই কোম্পানি করে মোট চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তরবঙ্গে সরল। জানা গিয়েছে, জঙ্গলমহল থেকে তুলে নিয়ে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে কোচবিহারে৷ আলিপুরদুয়ারে আগের দু’কোম্পানিকে নিয়ে মোট দশ কোম্পানি এবং জলপাইগুড়িতে দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে শুক্রবার থেকে মোতায়েন করছে নির্বাচন কমিশন।

[ আরও পড়ুন: ‘মোদি গব্বর সিং, কৈলাস ডাকাত’, অর্পিতার হয়ে প্রচারে গিয়ে বিস্ফোরক ফিরহাদ ]

প্রথম দফায় ১১ এপ্রিল এই রাজ্যের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট রয়েছে। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ভোট রয়েছে জলাপাইগুড়িতে। জঙ্গলমহলে মাওদমনে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীও আচমকা ভোট ডিউটিতে চলে যাওয়ায়, একদা মাও অধ্যুষিত জঙ্গলমহল কার্যত অরক্ষিত হয়ে পড়ল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ফলে বৃহস্পতিবার বিকেল থেকেই কার্যত অজানা আতঙ্ক চেপে বসেছে পুরুলিয়ার বান্দোয়ান, বরাবাজার, ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায়। কারন গোয়েন্দা রিপোর্ট বলছে, বান্দোয়ান, বরাবাজার, বেলপাহাড়ি লাগোয়া ঝাড়খণ্ড সীমানায় আবারও সক্রিয় হয়েছে মাওবাদীরা৷ এবং নির্বাচনের আগে তাদের এই সক্রিয়তা আরও বাড়বে৷ সপ্তাহখানেক আগেই পুরুলিয়ার বরাবাজারের বেড়াদা লাগোয়া ঝাড়খণ্ডে পুলিশের উদ্দেশ্যে হুমকি পোস্টার দিয়েছিল মাওবাদীরা। জঙ্গলমহলের চার জেলাতে মোতায়নে থাকা বাহিনী যখন এক মাসেরও বেশি সময় পরে আগামী ১২ মে জঙ্গলমহলে ভোট করতে আসবে তখন সেখানকার চেহারা কেমন থাকবে, তা ভেবে শিউরে উঠছেন অনেকে।

ছবি: অমিত সিং দেও

The post রাজ্যের আপত্তিকে পাত্তা না দিয়ে জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী সরাল কমিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement