ড্রাইভারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! পালিয়ে পুরীর মন্দিরে গিয়ে বিয়েও করেছেন বলেই অভিযোগ বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের। এসব জটিলতার মাঝে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিদ্ধ হলেন তিনি নিজেই। অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে অনির্বাণের স্ত্রীর প্রেমিককেও। যদি আদালতে তোলা হলেই অনির্বাণের জামিন মঞ্জুর করেছেন বিচারক। রাগে-দুঃখে এরপরই স্ত্রীর গোপন স্বীকারোক্তি সোশাল মিডিয়ায় ফাঁস করেছেন অনির্বাণ।
ড্রাইভারের সঙ্গে অনির্বাণ বিরিয়ানির কর্ণধারের স্ত্রী। ছবি- সোশাল মিডিয়া।
বাবা-মায়ের সঙ্গে ব্যবসায়িক অশান্তিকে কেন্দ্র করে কয়েক মাস আগেই চর্চায় উঠে এসেছিলেন বিখ্যাত বিরিয়ানি বিক্রেতা ডি বাপি'র বড়ছেলে অনির্বাণ দাস। পরবর্তীতে আলাদা হয়েছে ব্যবসা। নিজের নামে নতুন ব্র্যান্ড খুলেছেন তিনি। এবার ব্যক্তিগত জীবনে ঝড়। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানোর অভিযোগ করেন তিনি। তাঁর দাবি ছিল, ড্রাইভার সমীর সেনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর স্ত্রীর। প্রেমিক যুগল একসঙ্গে বাড়ি ছাড়ে। পুরীতে গিয়ে তাঁরা নাকি বিয়েও করে। পরিকল্পনা ছিল একসঙ্গে বাইরে চলে যাওয়ার। কিন্তু কোনও কারণে এলাকায় ফেরেন তাঁরা। বিমানবন্দর থানার পুলিশ গ্রেপ্তার করে যুগলকে। তাঁদের নিয়ে যাওয়া হয় থানায়। অভিযোগ, থানার সামনেই স্ত্রীকে থাপ্পড় মারেন অনির্বাণ। এরপরই স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন মহিলা। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অনির্বাণকে। তাঁর স্ত্রীর দাবি, অনির্বাণের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন।
স্ত্রীর সঙ্গে অনির্বাণ দাসের চ্যাট। ছবি- সোশাল মিডিয়া।
জামিনে মুক্তি পাওয়ার পরই সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন অনির্বাণ। ফেসবুকে ড্রাইভারের সঙ্গে স্ত্রীর ছবি পোস্ট করেই থামেননি তিনি। হোয়াটসঅ্যাপে স্ত্রী যে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন, সেই চ্যাটও ফাঁস করেছেন যুবক। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্বামীর কাছে বিয়ে হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন বধূ। পাশাপাশি তাঁকে নিজের মতো করে ভালো থাকার পরামর্শ দিয়েছেন। যা নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া।
