নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: মা-কে দাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ছেলেরও। মারা গিয়েছেন আরও চারজন। আহত কুড়িজন। রবিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নবদ্বীপের ভালুকায়।
[আরও পড়ুন: কাটোয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ, পলাতক ২ অভিযুক্ত]
মৃত ও আহত, সকলেই নবদ্বীপের ভালুকার কানাই নগর গ্রামের বাসিন্দা। রবিবার এলাকায় এক বৃদ্ধা মারা যান। একটি পিকআপ ভ্যানে চেপে মৃতাকে দাহ করতে নবদ্বীপ শ্মশানে গিয়েছিলেন পরিবারের লোক ও প্রতিবেশীরা। রাত তিনটে নাগাদ যখন দাহ সেরে শ্মশানযাত্রীরা ফিরছিলেন, তখন দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভালুকার কানাই নগরে রাস্তার ধারে দাঁড়িয়েছিল এক বালিবোঝাই লরি। লরিটিকে ওভারটেক করার চেষ্টা করেন শ্মশানযাত্রীদের পিকআপ ভ্যানের চালক। আর তখনই গাড়ি নিয়ন্ত্রণ হারায়। বালিবোঝাই লরিটিকে সজোরে ধাক্কা মারে পিকঅ্যাপ ভ্যানটি। ঘটনাস্থলে মারা যান একজন। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। হাসপাতালে আরও চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ২০ জন। ঘটনার শোকের ছায়া নেমেছে নবদ্বীপের ভালুকার কানাই নগর গ্রামে।
ছবি: সঞ্জিত ঘোষ
[আরও পড়ুন: তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা]
The post মা-কে দাহ করে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ছেলে-সহ ৫ জনের appeared first on Sangbad Pratidin.
