দোকানে বিরিয়ানি কেনা নিয়ে দাম নিয়ে দামাদামি। সেই থেকে শুরু বচসা, পরে ধুন্ধুমার! দু'পক্ষের মধ্যে চলল ব্যাপক মারামারি, পরপর ফাটল বোমা! ওই ঘটনায় রীতিমতো আতঙ্কে ঘরে দরজা, জানলা দিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিকিয়াপাড়ার পাগলাগেট এলাকায় একটি বিরিয়ানির দোকান রয়েছে। অনেক রাত অবধি দোকানটি খোলা থাকে বলে খবর। গতকাল, রাত ১২টা নাগাদ কয়েকজন বহিরাগত যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে গিয়েছিলেন। তারা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। দোকানির সঙ্গে দাম নিয়ে প্রথমে দামাদামি শুরু হয়। কম দামে দোকানি বিরিয়ানি দিতে রাজি ছিলেন না। সেই দামাদামিই বচসায় বদলে যায়। দেখে নেওয়ার হুমকি দিয়ে ওই যুবকরা সেসময় এলাকা ছাড়ে। তবে কিছু সময় পরেই তারা আরও অনেককে নিয়ে সেখানে হাজির হয়।
পরিস্থিতি ক্রমে আরও উত্তপ্ত হয়। দোকানিকে মারধর করা হয় বলেই অভিযোগ। সেসময় স্থানীয়দের একাংশ বাইরে এসে ওই ঘটনার প্রতিবাদ করে। স্থানীয়দের সঙ্গে বহিরাগতদের বিবাদ শুরু হয়! অভিযোগ, এরপরই ওই এলাকায় ব্যাপক বোজাবাজি শুরু হয়। পরপর বোমা পড়ার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ভয়ে স্থানীয়দের অনেকেই ঘরের ভিতর দরজা, জানলা বন্ধ করে কাঁপতে থাকেন বলে খবর। খবর দেওয়া হয় পুলিশে। হাওড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। শুরু হয় ধরপাকড়। ঘটনায় চারজনকে পুলিশ আটক করে বলে খবর। বোমাবাজিতে বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের ছেড়ে দেওয়া হলেও একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সামান্য বিরিয়ানি কেনা ঘিরে যে এভাবে তুলকালাম হতে পারে! সেই বিষয় নিয়েই শুরু হয়েছে চর্চা।
