৭৭ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন দেশের বিভিন্ন অংশে। সেই আবহে এবার প্রকাশিত হল ভারতীয় সংবিধানের নেপালি অনুবাদ। আজ, সোমবার অল ইন্ডিয়া তামাং বৌদ্ধ অ্যাসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সম্মেলন হয় দার্জিলিংয়ের লেবংয়ে। ওই সম্মেলনেই সংবিধানের নেপালি ভাষায় অনুবাদ প্রকাশিত হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হর্ষ বর্ধন শ্রিংলা।
সাংসদ এদিন সংবিধানের অনুবাদকদের সংবর্ধনা জানান। তিনি বলেন, "এই উদ্যোগ গোর্খা সমাজের ভাষাগত অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক গৌরবের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।" তিনি ভারতের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে ভারত সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। তামাং সমাজের জন্য এর গুরুত্ব ব্যাখ্যা করেন। পাশাপাশি, কূটনৈতিক দায়িত্বকালে বৌদ্ধধর্মের প্রসারে তাঁর ব্যক্তিগত ভূমিকার কথাও উল্লেখ করেন। যার মধ্যে সিংতামের দিনচেন চোয়েলিং মঠে পবিত্র মূর্তি স্থাপনে সহায়তার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।জাতীয় বীরদের সম্মান জানানো প্রসঙ্গে সাংসদ দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির ‘ক্যাপ্টেন ব্রিজেশ থাপা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এর কথা উল্লেখ করেন। যা বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে গঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা। নিজস্ব চিত্র
তিনি ইউপিএসসি ও সিডিএস পরীক্ষার্থীদের সহায়তায় ডিডব্লিউএস-এর বিভিন্ন উদ্যোগের কথাও বলেন। সংসদের শীতকালীন অধিবেশনে নেপালি ভাষায় তাঁর প্রথম বক্তৃতার প্রসঙ্গ টেনে শ্রিংলা দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের জন্য আধুনিক ক্রীড়া কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরেন। তাঁর দাবি, এটা হলে তরাই ও ডুয়ার্স অঞ্চল উপকৃত করবে। একই সঙ্গে তিনি চা বাগানের শ্রমিকদের সমস্যা এবং দার্জিলিং চায়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সম্মেলনে প্রয়াত প্রশান্ত তামাংকে শ্রদ্ধা জানানো হয়।
