shono
Advertisement
Mahestala

জাত-ধর্ম বিতর্কে ডাক্তার, মহেশতলা থানায় চিকিৎসকের বিরুদ্ধে দায়ের অভিযোগ

ডাক্তার ও রোগীর কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে, যদিও তার সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Published By: Sucheta SenguptaPosted: 01:56 PM Apr 30, 2025Updated: 01:59 PM Apr 30, 2025

স্টাফ রিপোর্টার: জাত-ধর্ম দেখে রোগী ফেরানোর অভিযোগ নিয়ে তোলপাড় তুঙ্গে। এই অভিযোগ নেহাতই 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক ডা. চম্পাকলি সরকার। কিন্তু তা সত্ত্বেও মহেশতলার এক বাসিন্দা ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এর মধ্যে রোগীর পরিবার ডাক্তার ও রোগীর কথোপকথনের একটি অডিও ক্লিপ সামনে এনেছে। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন'। সেই অডিও ক্লিপে চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে, "তোমরা মানুষ খুন করো। আমার কাছে আসো কেন চিকিৎসা করতে?"

Advertisement

জানা গিয়েছে, ডাক্তার চম্পাকলি সরকারের কাছে চিকিৎসা করাতে যাওয়া রোগী কঙ্গনা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা। তাঁর অধীনে কঙ্গনা খাতুনের চিকিৎসা চলছে। কঙ্গনার ননদ মেহফুজা খাতুন জানিয়েছেন, চিকিৎসক যে আচরণ করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। মেহফুজার দাবি, "পহেলগাঁওয়ের ঘটনার পর চিকিৎসক আমার বউদিকে বাড়িতে ডেকেছিলেন। আমার বউদির পদবি খাতুন। তা শুনেই চিকিৎসক বলেন, আমরা অন্য ধর্মের রোগী দেখি না।" তবে মঙ্গলবার ডা. চম্পাকলি সরকার জানিয়েছেন, "আমি মেডিক্যাল এথিক্সে বিশ্বাসী। আমার কাছে সমস্ত রোগী সমান। জাতি-ধর্ম-বর্ণে বিশ্বাস করি না। গুজবে কান দেবেন না।"

ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মেডিক্যাল কাউন্সিলেও। পালটা ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে চিঠি দিয়েছেন ডাক্তার চম্পাকলি সরকার। ফোরামের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, "কোনওভাবে চিকিৎসক-রোগীর পারস্পরিক বলিষ্ঠ সম্পর্কে যাতে চিড় না ধরে, তা নিয়ে ডক্টরস ফোরাম সর্বদা সতর্ক। দেশ যখন সংকটের মুখোমুখি, তখন স্রেফ একটা অভিযোগ সামনে এনে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা না করাই ভালো।" প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ডব্লুডিএফ জানিয়েছে, "বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর। বিভিন্ন মাধ্যমে চিকিৎসকের সম্পর্কে ট্রায়াল সংগঠিত করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিন ধর্মের রোগীকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ডাক্তারের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ।
  • সম্প্রতি রোগী ও চিকিৎসকের একটি কথোপকথন প্রকাশ্যে এসেছে।
  • তার সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
Advertisement