shono
Advertisement

Breaking News

অষ্টমীর গভীর রাতে পাণ্ডবেশ্বরের হাটে আগুন, ভস্মীভূত ১০টি দোকান

ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ ব্যবসায়ীদের। The post অষ্টমীর গভীর রাতে পাণ্ডবেশ্বরের হাটে আগুন, ভস্মীভূত ১০টি দোকান appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM Oct 18, 2018Updated: 01:28 PM Oct 18, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের আগুন লাগল পাণ্ডবেশ্বরের নতুন ডাঙা হাটে। পুজোর মধ্যেই গভীর রাতে আগুনে পুড়ে গেল হাটের ১০টি দোকান। সবমিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের নতুন ডাঙা হাটে।

Advertisement

[বর্ধমানে সেনা জওয়ানের বাড়িতে চুরি, গ্রেপ্তার ২ নাবালক]

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকার কাঁচামাল নষ্ট হয়েছে। পুজোর মধ্যে বিকিকিনির সম্ভাবনা বেশি থাকে। তাই কাঁচমালও ছিল অনেক। সব ভস্মীভূত হওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে নতুন ডাঙা হাটে আগুন লেগে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ফের আগুনের ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী কাজল মণ্ডল ও অসিত পালরা জানান,  তাঁদের হাটে কেউ বা কারা কোনও চক্রান্ত করে আগুন লাগিয়ে দিচ্ছে। এই নিয়ে এই হাটে পর পর আগুন লাগল। শর্ট সার্কিট থেকে আগুনের কোনও ঘটনা ঘটেনি। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের লোকজন কাজকর্ম করে গিয়েছেন। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনও সম্ভাবনাই নেই। ইতিমধ্যে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় সবজি ফেলে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।

এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। জেলা পরিষদ নেতা সুজিত মুখোপাধ্যায় আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। তৃণমূলের তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রিপল, জামাকাপড় দেওয়া হয়েছে।

[দুর্গার কৃপায় লক্ষ্মীলাভ, ৫ হাজার দুঃস্থকে বস্ত্রদান রাজমিস্ত্রির]

The post অষ্টমীর গভীর রাতে পাণ্ডবেশ্বরের হাটে আগুন, ভস্মীভূত ১০টি দোকান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement