shono
Advertisement

প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার

ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় নদিয়ার হাঁসখালী এলাকায়৷ The post প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:29 AM Aug 04, 2018Updated: 10:59 AM Aug 04, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: মেয়ের প্রাক্তন স্বামীর হাতে খুন শ্বশুর৷ ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালী থানার ঘাঘরাচর বটতলা এলাকায়৷ প্রকাশ্যে বাড়ির সামনে শ্বশুরকে কুপিয়ে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে৷ এই ঘটনায় তীব্র  উত্তেজনা দেখা দেয় এলাকায়৷ খুনের  ঘটনা জানাজানি হওয়ার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে  ব্যাপক ভাঙচুর চালায়৷ এরপর ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা৷

Advertisement

[অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি বিজেপি নেতার, পালটা খোঁচা অনুব্রতর]

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমর বিশ্বাস (৪৫)৷হাঁসখালী থানার ঘাঘরাচরের বটতলা এলাকায় তাঁর নিজের বাড়ি৷ যদিও ইদানীং তিনি তাঁর পরিবার নিয়ে নিজের বাড়ি থেকে কিছুটা দুরে বেড় হাঁসখালী গ্রামে ভাড়া থাকতেন৷ নিজের বাড়িতে থাকেন তাঁর বৃদ্ধা মা৷ তিনি চোখে একটু কম দেখেন৷ দু’দিন আগে বাড়িতেই পড়ে গিয়ে জখম হন ওই বৃদ্ধা৷ মাকে ওষুধ দেওয়ার জন্য শুক্রবারও বাড়ি এসেছিলেন অমর বিশ্বাস৷ তাঁর বাড়ির সামনে দা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল তার মেয়ের প্রাক্তন স্বামী প্রকাশ মণ্ডল৷ মাকে ওষুধপত্র দিয়ে বাড়ি থেকে বেরোনো মাত্রই প্রকাশ তার শ্বশুর অমর বিশ্বাসকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ৷ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্বশুর অমর বিশ্বাস৷ তাঁকে কৃষ্ণনগর জেলা  হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়৷ এই ঘটনা মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়৷ জড়ো হয়ে যান স্থানীয়রা৷ তারা চড়াও হন প্রকাশের বাড়িতে৷ অমর বিশ্বাসের নিজের বাড়ির কাছেই বাড়ি প্রকাশের৷

[চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে]

যদিও ওই ঘটনার পর প্রকাশ তো বাড়িতে ছিলই না, তার বৃদ্ধ বাবাও তখন বাড়িতে ছিলেন না৷ উত্তেজিত জনতা অমর বিশ্বাসকে খুনের প্রতিবাদে প্রকাশের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে৷ ঘরের আসবাবপত্র, সাইকেল-সহ গোটা বাড়িটি  ভাঙচুর করে৷ এরপর প্রকাশের বাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়৷ এরপর মৃত অমর বিশ্বাসের মামা তরুণ বিশ্বাস হাঁসখালী থানায় প্রকাশ মণ্ডলের নামে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন৷

তদন্তে নেমে পুলিশ জেনেছে, প্রতিবেশী প্রকাশ মণ্ডলের সঙ্গে বছর দু’য়েক আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অমর বিশ্বাসের মেয়ের পূজার৷ তবে, পূজার বাড়ির লোকজন ওই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না৷ তবু বছরখানেক আগে একপ্রকার জোর করেই প্রকাশ পূজাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়৷ সেই সময় কাজের জন্য মাঝেমধ্যে বাইরে যেত প্রকাশ৷ সপ্তাহখানেক বাদে বাদে বাড়ি আসত৷ তবে, বিয়ের প্রথমে ভাল ব্যবহার করলেও বিয়ের কিছুদিন পর থেকেই প্রকাশ পূজাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা শুরু করে বলে অভিযোগ৷ এমনকী, কাজকর্ম বন্ধ করে প্রায় প্রতিদিন মদ, গাঁজার নেশা করে বাড়ি ফিরে স্ত্রীর ওপর অত্যাচার করে আসছিল বলে অমর বিশ্বাসের পরিবারের লোকজনের অভিযোগ৷ ফলে, স্বামীর হাত থেকে বাঁচতে বাপের বাড়ি পালিয়ে আসেন পূজা৷

[ভিনরাজ্য থেকে পাকড়াও বাগনানে ঈশিতা দত্ত খুনের অভিযুক্তরা]

এরপর অমরবাবু নিজের বাড়িতে মাকে রেখে কিছুটা দুরে বেড় হাঁসখালী গ্রামে বাড়ি ভাড়া নিয়ে চলে যেতে বাধ্য হন৷ তবে মাঝেমধ্যে বাড়িতে এসে মায়ের দেখভাল করে যেতেন পেশায় সবজি বিক্রেতা অমর বিশ্বাস৷ যদিও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মাস তিনেক আগে অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন৷ বিষয়টি কিছুতেই মেনে নেয়নি অমর বিশ্বাসের প্রাক্তন জামাই প্রকাশ মণ্ডল৷ রাগে-ক্ষোভে ফুঁসছিল সে৷ মনে মনে শ্বশুরকে খুনের পরিকল্পনা করার ছক কষে ফেলে ৩৬ বছরের প্রকাশ৷ পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব-পরিকল্পনামাফিক শুক্রবার আগাম খবর পেয়ে শ্বশুরের নিজের বাড়ির সামনে অপেক্ষায় ছিল প্রকাশ৷ সম্ভবত মদ্যপ অবস্থায় ছিল সে৷ হাতে ধারালো দা নিয়ে শ্বশুরকে খুন করার জন্য দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে৷ মাকে ঔষধ দিয়ে বাড়ি থেকে বেরোনো মাত্র শ্বশুর অমর বিশ্বাসকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয়৷ অমর বিশ্বাসের খুনের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয় ওই এলাকার মানুষের মধ্যে৷ তারা প্রকাশ মণ্ডলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

The post প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ, বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement