shono
Advertisement

চার নাবালকের পুনর্বাসন নিয়ে চরম বিপাকে জেলা চাইল্ডলাইন কর্তৃপক্ষ

উদাসীন প্রশাসন৷ The post চার নাবালকের পুনর্বাসন নিয়ে চরম বিপাকে জেলা চাইল্ডলাইন কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:55 PM Aug 16, 2018Updated: 07:25 PM Aug 16, 2018

রাজা দাস, বালুরঘাট: উদ্ধার হওয়া চারজন নাবালক-নাবালিকার পুনর্বাসন নিয়ে চরম বিপাকে দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইন কর্তৃপক্ষ৷ আইন অনুযায়ী, কোনও নাবালক-নাবালিকাকে ২৪ ঘণ্টার বেশি রাখা যায় না৷ কিন্তু, আইন থাকলেও প্রশাসনিক উদাসীনতার জেরে মাস খানেকের বেশি এই চারজনকে চাইল্ডলাইনের হেফাজতেই থাকতে হচ্ছে৷ গত ছ’মাস আগে ভেঙে যাওয়া দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি গঠন না হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে৷

Advertisement

[মাছের ভেড়ির দখল ঘিরে রণক্ষেত্র হাড়োয়া, গুলিবিদ্ধ দুই]

বিভিন্ন দুর্ঘটনার জেরে সমাজের মূল স্রোত থেকে বেড়িয়ে যাওয়া চার নাবালক-নাবালিকাকে নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছেন চাইল্ডলাইন দক্ষিণ দিনাজপুরের কর্মীরা৷ তাঁদের কোনও হোম বা পরিবারের হাতে তুলে দেওয়া যাচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের৷ দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ডলাইনের কো-অর্ডিনেটর সুরজ দাস জানান, গত ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নেই। ফলে, উদ্ধার হওয়া নাবালক-নাবালিকাদের যত্ন-সুরক্ষা নিয়ে চাইল্ডলাইন দক্ষিণ দিনাজপুর বর্তমানে ভীষণ উদ্বিগ্ন৷ শিশু সুরক্ষা এখানে প্রায় মুখ থুবড়ে পড়েছে৷

[পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার কোচবিহারের নিখোঁজ তরুণী]

গত ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অধীন ছিল৷ তাদের মেয়াদও উত্তীর্ণ হয়েছে৷ এখন দক্ষিণ দিনাজপুর জেলা আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অধীন। তাই তিনি নাবালক নাবালিকাদের সুরক্ষার ব্যাপারে আলিপুরদুয়ার সিডব্লুসির সঙ্গে মেল ও ফোন মারফত যোগাযোগ করেন। সেখান থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শিশু সুরক্ষা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নিতে পরামর্শ দেন। দক্ষিণ দিনাজপুর জেলা শিশু সুরক্ষা আধিকারিক আলিপুরদুয়ারের সিডব্লুসি রিপোর্ট দিলে তবেই  সিদ্ধান্ত নেবে বলে বলে জানানো হয়৷ কিন্তু এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি৷ ফলে, ঝুলেই রয়েছে চার নাবালক-নাবালিকার স্থায়ী আশ্রয়৷

[ক্যারম বোর্ডের ভাড়া নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের]

The post চার নাবালকের পুনর্বাসন নিয়ে চরম বিপাকে জেলা চাইল্ডলাইন কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement