অরূপ বসাক, মালবাজার: হাতে মাত্র আর একটা দিন। মঙ্গলবার দোল উৎসব (Holi 2023)। কমবেশি সকলেই মেতে ওঠেন এই রঙের উৎসবে। আবার কারও ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। সেই কথা মাথায় রেখে চা বাগানের শ্রমিকদের জন্য অভিনব উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের তরফ বিনামূল্যে দেওয়া হল বিভিন্ন সামগ্রী।
পারিশ্রমিক নিয়ে চা বাগানের শ্রমিকদের একটা সমস্যা লেগেই থাকে। অভাবকে সঙ্গী করেই কোনওরকম দিন কাটান তাঁরা। এর মাঝে রং খেলা মানে বিলাসিতা। ফলত ইচ্ছে থাকেও অনেকেই রং কিনতে পারেন না। এইসব পরিবারের কথা ভেবেই ‘বিনে পয়সার বাজার’ খুলেছে ‘পথের দিশা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা রবিবার রানিচিরা চাবাগানের বালাবাড়ি ডিভিশনে বিনে পয়সার বাজার খুলে দেয়। এক দিনের এই বাজারে ছিল, দোল উৎসব উপলক্ষে বাহারি রং, পিচকারি, আবির, টি-শার্ট, বিস্কুট, চকলেট, সুজি, সাজগোজের জিনিসপত্র-সহ অনেক সামগ্রী।
[আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার শিকার! ছাত্রীর পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবারের SDPO]
এদিনের বাজারে শ্রমিকদের ভিড় ছিল চোখে পরার মতো। সকলে নিজেদের পছন্দ মতো মতো রং, রং খেলার গেঞ্জি, খাবার সংগ্রহ করে। বাগানের শ্রমিক রিতা মুণ্ডা, ফেলাই ওড়াও, চুমকি মুণ্ডা বলেন, “এই প্রথম বিনে পয়সার বাজার হল চা বাগানে। এই দোল উৎসবে খুব মজা করে রং খেলব।” জানা গিয়েছএ, এদিন প্রত্যেক শ্রমিক যে কোনও চারটি জিনিস সংগ্রহ করতে পেরেছেন।
পথের দিশা সংগঠনের সম্পাদক মণীষা ঘোষ বলেন, “মাঝে মধ্যে চাবাগান এবং বিভিন্ন দুস্থ মানুষের জন্য আমরা এধরনের কাজ করে থাকি। এই কাজ করতে আমাদের ভাল লাগে। চাবাগানের শ্রমিকদের ছেলেমেয়েদের কথা ভেবে এদিন বিনে পয়সার বাজার খোলা হয় চাবাগান এলাকায়। এদিন প্রায় ৪৫০ জন শ্রমিক পরিবাদের সদস্যরা এই বাজার থেকে তাদের প্রয়োজনীও জিনিস সংগ্রহ করেছেন।”