shono
Advertisement
Jalangi

মদ খাইয়ে যুবককে 'খুন', জলঙ্গি হত্যাকাণ্ডের নেপথ্যে বন্ধুরা?

রাতভর নিখোঁজ থাকার পর ভোরে যুবকের দেহ উদ্ধার।
Published By: Paramita PaulPosted: 02:08 PM Dec 21, 2024Updated: 02:12 PM Dec 21, 2024

অতুলচন্দ্র নাগ, ডোমকল: রাতভর নিখোঁজ। অবশেষে সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পাড়ার মোড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায়। পরিবারের অভিযোগ, বাড়ির ছেলেকে অতিরিক্ত মদ খাইয়ে খুন করা হয়েছে। নেপথ্যে মৃতের বন্ধুরা?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হান্নান শেখ। বয়স ৪২ বছর। দক্ষিণ ঘোষপাড়াতেই তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। যদিও মৃতের দাদা কাশেম শেখের অভিযোগ, “কেউ বা কারা ভাইকে মদ খাইয়ে বেহুঁশ করার পর মেরে পালিয়েছে।”

নিহত যুবক হান্নান শেখ (বামদিকে)। শোকাতুর পরিবার (ডানদিকে)। নিজস্ব চিত্র।

কাশেম শেখ আরও জানান, “রাত থেকেই ভাই নিখোঁজ ছিল। আমরা খুঁজে পাইনি। এই অবস্থায় লোকমুখে শুনি, পাড়ার মোড়ে মাচার কাছে ভাই মরে পড়ে আছে।” পরিবারের সদস্যদের ধারণা, হান্নান শুক্রবার বিকেলে পরাশপুর চরে বেড়াতে গিয়েছিল। যাদের সঙ্গে গিয়েছিল তারাই মেরেছে। তাঁদের আরও দাবি, "যাদের সঙ্গে ভাই বেড়াতে গিয়েছিল তারা কেউই বাড়িতে নেই। মৃত্যুর খবর পেয়েও তাদের কেউ ভাইকে দেখতে আসেনি। তা থেকেই আমাদের সন্দেহ দানা বাঁধছে।" পুলিশ অবশ্য জানিয়েছে, মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দায়ের হলে খতিয়ে দেখা হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পাড়ার মোড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার।
  • পরিবারের অভিযোগ, বাড়ির ছেলেকে অতিরিক্ত মদ খাইয়ে খুন করা হয়েছে।
  • প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement