shono
Advertisement
Basirhat

গবাদি পশুদের 'শিক্ষা' দিতে বিচুলির গাদায় ইলেকট্রিক তার দিয়েছিল বাবা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের

ঘটনার পর থেকে পলাতক ওই তরুণীর বাবা-মা।
Published By: Suhrid DasPosted: 03:43 PM Jul 20, 2025Updated: 03:43 PM Jul 20, 2025

গোবিন্দ রায়, বসিরহাট: বাড়ির সামনেই রাখা বিচুলির গাদা। অভিযোগ গরু-ছাগল যাতে সেই বিচুলি না খেতে পারে, সেজন্য বিদ্যুতের তার ঘিরে রাখা হয়েছিল সেখানে। আর তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাবার এই পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মেয়ে! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ায়। মৃত তরুণীর নাম ফেরদৌসি খাতুন (২০)। ঘটনার পর থেকে পলাতক ওই তরুণীর বাবা-মা।

Advertisement

বাদুড়িয়া থানার যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের সর্ন্নিয়া সর্দারপাড়া এলাকার বাসিন্দা ওই পরিবারের। বাড়ির সামনেই একটি জায়গায় খড়ের বিচুলির গাদা রাখা থাকে। মাঝেমধ্যেই সেখানে গবাদি পশু এসে সেই বিচুলি খেয়ে যায় বলে অভিযোগ। গবাদি পশুদের 'শিক্ষা' দিতে খালেক সর্দার নামে ওই ব্যক্তি বিচুলির চারপাশে লোহার তার লাগিয়ে সেটি ইলেকট্রিকের তারের সঙ্গে বিদ্যুৎপরিবাহী করে রাখা হত প্রতিদিন বলে অভিযোগ। বৃষ্টির ফলে সেই জায়গাটিতে কারেন্ট হয়েছিল। এদিন সকালে ফেরদৌসি খাতুন উঠোনে ঝাঁট দেওয়ার সময় সেই বিচুলির গাদায় হাত রাখেন। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওই তরুণীর বাবা-মা ঘটনা দেখে ছুটে যান। প্রথমে বিদ্যুতের লাইন বন্ধ করা হয়। পরে ওই দম্পতি বুঝতে পারেন, মেয়ে আর বেঁচে নেই। মেয়ের মৃতদেহ সেখানে ফেলে রেখেই ওই দম্পতি পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই বাদুড়িয়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনা ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে সরব হন সকলে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির সামনেই রাখা বিচুলির গাদা।
  • গরু-ছাগল যাতে সেই বিচুলি না খেতে পারে, সেজন্য বিদ্যুতের তার ঘিরে রাখা হয়েছিল সেখানে।
  • আর তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাবার এই পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মেয়ে।
Advertisement