shono
Advertisement

প্রেমের প্রস্তাবে না, প্রতিশোধ নিতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ

ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ৷ The post প্রেমের প্রস্তাবে না, প্রতিশোধ নিতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:26 PM Nov 29, 2018Updated: 03:26 PM Nov 29, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি: হাত বাঁধা অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার কলেজ ছাত্রীর মৃতদেহ৷ বৃহস্পতিবার সকালে দেহটি উদ্ধার করা হয়৷ পরিজনদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে৷ গোটা ঘটনার নেপথ্যে এলাকারই এক যুবকের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তাঁদের৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়ির ভোটপট্টিতে৷ যদিও ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা৷

Advertisement

[ভরা বাজারে গুলি ছুঁড়ল মত্ত যুবক, গণধোলাই স্থানীয়দের]

ময়নাগুড়ির ভোটপট্টিতে ছোট থেকেই বাস ওই কলেজছাত্রীর৷ স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্যই কলেজে ঢুকেছিল৷ এলাকায় সুনাম ছিল ছাত্রীর৷ প্রতিবেশীরাও বেশ পছন্দ করত তাকে৷ বুধবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না ছাত্রীকে৷ বৃহস্পতিবার সকালে তখনও কিশোরীর নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা গোটা এলাকায় রটেনি৷ এদিকে, ভোরেই এক মহিলা বাঁশবাগানের সামনে দিয়ে যাচ্ছিলেন৷ ওই মহিলা দেখেন বাঁশবাগানে কেউ পড়ে রয়েছেন৷ তিনি জানান, ‘‘প্রথমে ভেবেছিলাম কোনও মদ্যপ ব্যক্তি নেশার ঘোরে হয়তো বাঁশবাগানে শুয়ে রয়েছেন৷ তারপর এগিয়ে গিয়ে দেখলাম পড়ে রয়েছে ওই কিশোরী৷’’ মহিলার চিৎকারে জড়ো হয়ে যান অন্যান্যরা৷ তাঁরা দেখেন, হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে নিখোঁজ কলেজ ছাত্রী৷ শুধু তাই নয়, শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে তার৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ চিকিৎসকেরা জানান, ততক্ষণে মারা গিয়েছে ছাত্রীটি৷

[নদী পার হয়ে গুলবারের চোলাই ঠেকে আসত গরিবের ‘গরল’]

খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়৷ পুলিশ কিশোরীর দেহ জলপাইগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ শরীরের ক্ষতচিহ্ন দেখে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে তাকে৷ কিশোরীর পরিজনদের দাবি, দীর্ঘদিন ধরেই এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিত৷ তাতে রাজি ছিল না কিশোরী৷ বুধবার মোবাইলে কথাও বলে দুজনে৷ ওই যুবকই তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে বলেই অভিযোগ কিশোরীর পরিবারের৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, ইতিমধ্যেই কিশোরীর পরিজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছে পুলিশ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্টভাবে বলতে পারছেন না আধিকারিকরা৷ ওই রিপোর্ট হাতে আসার অপেক্ষাতেই রয়েছেন তদন্তকারীরা৷

The post প্রেমের প্রস্তাবে না, প্রতিশোধ নিতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement