shono
Advertisement
Basirhat

বড় সাফল্য, পাচারের আগেই বসিরহাটে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত ২

আর কারা পাচারের সঙ্গে জড়িয়ে, তদন্ত করে দেখা হচ্ছে।
Published By: Suhrid DasPosted: 03:17 PM May 17, 2025Updated: 03:17 PM May 17, 2025

গোবিন্দ রায়, বসিরহাট: সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পেল বিএসএফ। কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল বসিরহাটের স্বরূপনগর এলাকায়। ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে অভিযানে। ঘটনায় গ্রেপ্তার দুই পাচারকারী।

Advertisement

ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির পর সীমান্ত এলাকায় আরও নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে। বাংলাদেশ সীমান্ত এলাকাতেও কড়া নজরদারি চলছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের সীমান্ত এলাকাতেও চলছে কড়া পাহারা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই সোনার বিস্কুট পাচার হচ্ছিল। তখনই বিএসএফ জওয়ানরা বমাল পাচারকারীদের পাকড়াও করে। ধৃতদের নাম প্রদীপকুমার বারুই ও গোপাল পরমান্য।

জানা গিয়েছে, এলাকার সোনাই নদী দিয়ে অভিনব কায়দায় পাচার চলছিল। নদীর উপর থেকে দড়ির সাহায্যে ব্যাগে করে ওই ১০টি সোনার বিস্কুট এপাড়ে নিয়ে আসা হচ্ছিল। বিষয়টি দেখে সন্দেহ হয় টহলদারি জওয়ানদের। তাঁরা ওই দু'জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ১০টি সোনার বিস্কুট। তারপরই ধৃতদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।

জানা গিয়েছে, ধৃতরা ভারতীয়। বাংলাদেশ থেকে ওই সোনার বিস্কুট সীমান্ত পেরিয়ে অভিনব কায়দায় নিয়ে আসছিল। তাদের বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায়। ধৃতদের থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোনার বিস্কুট-সহ ধৃতদের তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। আর কারা এই চক্রের সঙ্গে জড়িয়ে? তাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পেল বিএসএফ। কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল বসিরহাটের স্বরূপনগর এলাকায়।
  • ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে অভিযানে। ঘটনায় গ্রেপ্তার দুই পাচারকারী।
Advertisement