shono
Advertisement

Breaking News

Governor Ananda Bose

মুখ্যমন্ত্রীর অনুরোধ 'উড়িয়ে' জাফরাবাদে রাজ্যপাল, নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Published By: Subhankar PatraPosted: 12:28 PM Apr 19, 2025Updated: 01:41 PM Apr 19, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা: মুখ্যমন্ত্রীর অনুরোধ 'উড়িয়ে' মুর্শিদাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল। দেখা করলেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তিনি বাড়ি থেকে বেরতেই তাঁকে ঘিরে এলাকায় বিএসএফ ক্যাম্প করার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাবি জানাতে থাকেন স্থানীয়রা। বিষয়টি রাজ্যকে জানাবেন বলে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Advertisement

কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি মুর্শিদাবাদে বিক্ষোভ কার্যত 'গুন্ডামি'র আকার নেয়। পরিস্থিতি শান্ত হতেই গতকাল শুক্রবার পার্শ্ববর্তী জেলা মালদহে যান রাজ্যপাল। সেখানে স্কুলে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। শনিবার সকালে তিনি জাফরাবাদে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান। তাঁদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তিনি বলেন, "আমি ওঁদের বলেছি বিচার ওঁরা পাবেন। বিএসএফ ক্যাম্পের বিষয়টি রাজ্যকে আমি জানাব। কেন্দ্রকেও বলব।" জাফরাবাদে প্রায় ১৩ মিনিট ছিলেন রাজ্যপাল। সেখান থেকে বেতবোনা রওনা হয়েছেন তিনি।

বাবা-ছেলের খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।যার মধ্যে রয়েছে মূলচক্রী এনজামুলও। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য। তদন্ত শুরু হয়েছে। এদিকে স্থানীয়দের বারবার বিএসএফ ক্যাম্প তৈরির দাবিতে প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশের উপর আস্থা নেই? তবে হিংসার ঘটনায় তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রীর অনুরোধ 'উড়িয়ে' মুর্শিদাবাদের অশান্তিতে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • দেখা করলেন নিহত বাবা-ছেলের পরিবারের সদস্যদের সঙ্গে।
  • রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।  তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।
Advertisement