shono
Advertisement
Asansol

রাইফেল হাতে তৃণমূল বিধায়কের নাবালক নাতি! ছবি ভাইরাল হতেই আসানসোলে শোরগোল

আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞদের মতে, এটি হ্যান্ডমেড সোফিস্টিকেটেড ৩০৩ রাইফেল।
Published By: Subhankar PatraPosted: 09:03 PM Jul 10, 2025Updated: 09:42 PM Jul 10, 2025

শেখর চন্দ্র, আসানসোল: রাইফেল হাতে তৃণমূল বিধায়কের নাবালক নাতির ছবি! সোশাল মিডিয়ায় তা ভাইরাল হওয়ার পর শোরগোল পড়েছে আসানসোল শিল্পাঞ্চলে। বিরোধীদের নিশানায় শাসক তৃণমূল। এটা বাংলার সংস্কৃতি নয়, তৃণমূল এই সংস্কৃতি আমদানি করেছে বলে অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন, তৃণমূল বিধায়ক কি তাঁর পরিবারের ছোট বাচ্চাদের ভবিষ্যতের মনোজিৎ মিশ্র তৈরি করতে চাইছেন? কেন নাবালক নাতির হাতে অস্ত্র থাকবে?

Advertisement

বিতর্কের কেন্দ্রে থাকা পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের নাতির ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি নজরে আসে বৃহস্পতিবার। ছবিতে দেখা যায় বিধায়কের নাবালক নাতির চোখে কালো চশমা। আর হাতে কালো রংয়ের অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিছানায় বসে আছে সে। কিশোরের বয়স ১১ বছর। নিজের ইনস্টাগ্রাম আইডিতে নিজেই সে পোস্ট করেছে সেই ছবি। তারপরেই ভাইরাল হয় এই ছবি। প্রশ্ন উঠছে, ওই নাবালকের হাতে আগ্নেয়াস্ত্র কীভাবে এল?

যদিও হরেরাম সিং জানান, তাঁর নিজস্ব বৈধ আগ্নেয়াস্ত্র আছে। অনেক আগে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলেছিল নাতি। হঠাৎ অতি উৎসাহে ভুল করে সেটি সমাজ মাধ্যমে পোস্ট করে ফেলেছে। বিধায়ক বলেন, "বাড়িতে ছিলাম না তখন এই ঘটনা ঘটেছে। এই নিয়ে ওকে সচেতন করব।" যদিও অগ্নিমিত্রা পাল বলেন, "ছোট্ট নাবালকের হাতে রাইফেল দিয়ে ছোটবেলা থেকেই তাকে মনোজিৎদের মতো তৈরি করবেন না দয়া করে!"

আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞদের মতে, এটি হ্যান্ডমেড সোফিস্টিকেটেড ৩০৩ রাইফেল। সেলফ লোডেড ৫ রাউন্ড অ্যামিউনিশন। মেড ইন ঔরঙ্গবাদ বা মুঙ্গের। যদিও লাইসেন্সপ্রাপ্ত এই রাইফেলের মডেল কী তা বিধায়ক নিজে বলতে পারেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাইফেল হাতে তৃণমূল বিধায়কের নাবালক নাতির ছবি!
  • সোশাল মিডিয়ায় তা ভাইরাল হওয়ার পর শোরগোল পড়েছে আসানসোল শিল্পাঞ্চলে। বিরোধীদের নিশানায় শাসক তৃণমূল।
  • এটা বাংলার সংস্কৃতি নয়, তৃণমূল এই সংস্কৃতি আমদানি করেছে বলে অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
Advertisement