shono
Advertisement
Didi Ke Bolo

গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটক বাংলার ৩ শ্রমিক! 'দিদিকে বলো'য় নালিশের পর মিলল মুক্তি

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে আসার অপেক্ষায় পরিবার।
Published By: Subhankar PatraPosted: 02:58 PM May 01, 2025Updated: 04:21 PM May 01, 2025

দেব গোস্বামী, বোলপুর: সুরাটে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বীরভূমের দুই ও পূর্ব বর্ধমানের এক যুবক। 'দিদিকে বলো'তে অভিযোগ জানায় পরিযায়ী শ্রমিকদের পরিবার। এরপরই গত চার দিন ধরে গুজরাট পুলিশের হাতে আটক থাকার পর তাঁদের জেরা করায় কোনও আপত্তিজনক তথ্য না মেলায় মঙ্গলবার রাতে তাঁদের ছেড়ে দেয় গুজরাট পুলিশ।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বীরভূমের লাভপুরের কুসুমগড়ীয়া গ্রামের দুই যুবক সুলতান মল্লিক ও শেখ আতাউর রহমান। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার খরদত্তপাড়ার যুবক কামারুজামান মল্লিক গুজরাটের সুরাতে কাজে যান। দীর্ঘ ৮ বছর ধরে কাপড়ের কারখানায় কাজ করে আসছেন তাঁরা। গত শনিবার ভোরে গুজরাট পুলিশ গিয়ে ঘর থেকে ৩ জনকে আটক করে নিয়ে যায়। গত ৪ দিন ধরে আটক থাকার পরেও গুজরাট পুলিশ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

এরপরই তাঁদের পরিবারের সদস্যরা দিদিকে বলোতে অভিযোগ জানান। শেখ রকিবুউদ্দিন ও শেখ সালাম বলেন, "হঠাৎই বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশ ওদের আটক করে। এরপরই কার্যত দিশা হারিয়ে ফেলি। 'দিদিকে বলো'তে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাই। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর চারদিন পর গুজরাট পুলিশ ওঁদের ছেড়ে দিয়েছে।"

প্রসঙ্গত, কাশ্মীরে জঙ্গি হামলার পরই দেশের পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের চিহ্নিত করা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশি সন্দেহেই তিন যুবককে আটক করে গুজরাট পুলিশ বলেই অভিযোগ ওঠে। তবে চার দিন থেকে কোনও খোঁজ খবর না পাওয়াই চিন্তাই ভেঙে পড়ে পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি। চাঞ্চল্য ছড়ায় বীরভূমের লাভপুর ও পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়। বীরভূমের জেলার পুলিশ প্রশাসনের দাবি, প্রশাসনিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর অনেকেই ছাড়া পাচ্ছেন। বাকিরা খুব শীঘ্রই ছাড়া পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুরাটে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বীরভূমের দুই ও পূর্ব বর্ধমানের এক যুবক।
  • 'দিদিকে বলো'তে অভিযোগ জানায় পরিযায়ী শ্রমিকদের পরিবার।
  • এরপরই গত চার দিন ধরে গুজরাট পুলিশের হাতে আটক থাকার পর তাঁদের জেরা করায় কোনও আপত্তিজনক তথ্য না মেলায় মঙ্গলবার রাতে তাঁদের ছেড়ে দেয় গুজরাট পুলিশ।
Advertisement