নিরুফা খাতুন: আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। সেই সঙ্গে জানানো হল, উত্তর-পশ্চিম বঙ্গোসাগরের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। যার জেরে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। আর সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত। ওড়িশা এবং উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বুধবারের মধ্যে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
[আরও পড়ুন: Abhishek Banerjee: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নয়, অভিষেকের ঘোষিত কর্মসূচিতে নিষেধাজ্ঞা হাই কোর্টের]
এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। আপাতত দু’তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাতে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে অনুমান আবহবিদদের।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু-তিন দিন উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে। আর সেই জন্যই মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
