shono
Advertisement
West Bengal Weather Update

সপ্তাহের শুরুতে গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে বদলাবে আবহাওয়া?

সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
Published By: Subhankar PatraPosted: 12:07 PM Jul 12, 2025Updated: 03:56 PM Jul 12, 2025

নিরুফা খাতুন: শনিবার রাজ্যে বৃষ্টি পরিমাণ কিছুটা কম। তবে স্ট্রং মনসুন ফ্লোর কারণে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা।

Advertisement

দক্ষিণবঙ্গে আজ শনিবার বৃষ্টি কমবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সপ্তাহের শুরুতে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার গাঙ্গেয়ও পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ফের শহরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার রাজ্যে বৃষ্টি পরিমাণ কিছুটা কম। তবে স্ট্রং মনসুন ফ্লোর কারণে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
  • সোমবার গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস। 
  • দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Advertisement