shono
Advertisement
Higher Secondary

ফলপ্রকাশ কবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই জানালেন সংসদ সভাপতি

'আগামী বছর থেকে সেমিস্টার, বছরে দুবার উচ্চ মাধ্যমিক', জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য।
Published By: Sucheta SenguptaPosted: 09:12 PM Mar 07, 2025Updated: 09:32 PM Mar 07, 2025

নন্দন দত্ত, সিউড়ি: রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তার মাঝেই ফলাফলের দিনক্ষণ প্রায় ঘোষণা করে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শুক্রবার ফিজিক্স পরীক্ষা চলাকালীন বীরভূমে গিয়েছিলেন তিনি। সাতটি স্কুল ঘুরে ঘুরে পরীক্ষার পরিবেশ দেখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বলেন সংসদ সভাপতি। তার মধ্যে অন্যতম উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের সময়। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, চলতি বছরে মাধ্যমিকের ফলপ্রকাশের পরের সপ্তাহে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ উচ্চ মাধ্যমিকের ফল অনলাইনে প্রকাশ পাবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন বদল নিয়েও কথা বলেছেন সংসদ সভাপতি।

Advertisement

মালদার কালিয়াচকে পরীক্ষা চলাকালীন তল্লাশির প্রতিবাদে শিক্ষক পেটানো ১২ জন ছাত্রের পরীক্ষা আগেই বাতিল ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, তাদের খাতা আলাদা করে রাখা হচ্ছে। পরীক্ষার পরে কামরিতলা হাইমাদ্রাসার চিহ্নিত ওই ছাত্রদের পর্ষদের পক্ষ থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের খাতা যাতে সকলের সঙ্গে মিশে না যায়, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন বীরভূমে শুক্রবার সাতটি স্কুল পরিদর্শন করে গত তিনবছরের মতন এবারও স্বাভাবিক পরীক্ষা হচ্ছে বলে জানান। এদিন ছিল পদার্থবিদ্যার পরীক্ষা। গতবছর পদার্থ বিদ্যার প্রশ্ন পত্র নিয়ে বিতর্ক উঠেছিল। এদিন ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে রাজ্য চেয়ারম্যান জানান, ছাত্রছাত্রীরা প্রশ্ন স্বাভাবিক হয়েছে বলে জানান সংসদ সভাপতি। তবে ট্যাবের টাকা পেয়ে আর পরীক্ষায় আসছে না উচচমাধ্যমিক পরীক্ষার্থীরা এমন ভাবনায় তিনি আপত্তি জানান।

যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনও না কোনও কারণে অনুপস্থিত, তাদের আগামী বছর নতুন শিক্ষাক্রমে পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। না হলে পুরনো পাঠক্রমেও তারা পরীক্ষা দিতে পারবে। সামনের বছর রাজ্যজুড়ে সারা দেশের সঙ্গে সাজুয্য রেখে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। যা নিয়ে সংসদ সভাপতির বক্তব্য, ''সামনের বছর দু'বার উচচ মাধ্যমিক পরীক্ষা। তবে শেষ উত্তরপত্র ওএমআর পদ্ধতিতে হবে, যা পরীক্ষা করবে মেশিন। তাই শিক্ষকদের পরীক্ষার খাতা দেখতে চাপ হবে না।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে।
  • বীরভূমে পরিদর্শনে গিয়ে ইঙ্গিত দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
  • 'আগামী বছর থেকে সেমিস্টার, বছরে দুবার উচ্চ মাধ্যমিক', জানালেন তিনি।
Advertisement