shono
Advertisement

ভেনামির সুনামিতে ইলিশের দাম নিম্নমুখী

দিঘা, শঙ্করপুর থেকে আরও বেশি এই রুপোলি শস্য আসবে বলে খবর৷ ফলে কার্যত কাটা কাতলা বা রুইয়ের চেয়েও কম দামে ইলিশ পার্বণে মেতে উঠতে পারবেন সবাই৷ The post ভেনামির সুনামিতে ইলিশের দাম নিম্নমুখী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Jun 27, 2016Updated: 09:39 AM Jun 27, 2016

তরুণকান্তি দাস: ইলিশ? আড়াইশো টাকা কেজি! হ্যাঁ, ঠিকই শুনছেন৷ হবে না? ইলিশের পাহাড় প্রমাণ জোগান আছে৷ কিন্তু তা মজুত রাখার মতো পর্যাপ্ত বরফ নেই৷ আকাল এতটাই যে, মাছ যদি জমিয়ে রাখতে হয়, তার জন্য বেশ মোটা মূল্য চোকাতে হচ্ছে মৎস্য ব্যবসায়ীদের৷ বরফের দাম ঊর্ধ্বমুখী৷ দেড়শো থেকে ১৭০ টাকা কুইন্টাল৷ স্বাভাবিক কারণেই ইলিশের দাম নামছে হু হু করে৷ আরও মন খুশ করা সংবাদ হল, আগামী তিনদিনের মধ্যে ইলিশের জোগান বাড়বে বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ৷

Advertisement

দিঘা, শঙ্করপুর থেকে আরও বেশি এই রুপোলি শস্য আসবে বলে খবর৷ ফলে কার্যত কাটা কাতলা বা রুইয়ের চেয়েও কম দামে ইলিশ পার্বণে মেতে উঠতে পারবেন সবাই৷ কিছুদিন আগে জামাইষষ্ঠীর বাজারে যে মাছে আগুন লেগেছিল, তাতে ইলিশ বিকিয়েছে দু’হাজার টাকা কিলোতে, তা নেমে আসবে দুশো টাকায়৷ তবে হ্যাঁ, আড়ে বহরে কিছুটা খাটো হতে পারে, কিন্তু ইলিশ তো! বাঙালির তাতেই দিলখুশ৷

এর জন্য এই ভ্যাপসা গরমে বরফের চাহিদার পাশাপাশি কৃতজ্ঞ থাকতেই হয় মাছ বাজারের নয়া দখলদারের প্রতি, যার নাম ভেনামি৷ বাগদা চিংড়িকে সরিয়ে বিশ্ব বাজারের মানচিত্রে ঠাঁই করে নেওয়া এই মাছটির উৎপাদন এই রাজ্যে এতটাই যে তার জন্য বরফের জোগান দিতে গিয়ে টান পড়ছে ইলিশে৷ ট্র্যাজেডি এটাই যে, ইলিশের জোগানদার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেই ভেনামির উৎপাদনে যেন সুনামি৷ যার ধাক্কায় ইলিশের দাম নিম্নমুখী৷ জাত খুইয়ে গত দু’দিন যা ঠেকেছে প্রায় পানসে দক্ষিণের চালানি পোনার দরে৷

দিঘা ফিশ অ্যান্ড ফিশ ট্রলার অ্যাসোসিয়েশনের কর্তা শ্যামসুন্দর দাসের কথায়, “আগামী দিন তিনেকের মধ্যে রোজ ২০ থেকে ২৫ টন ইলিশের জোগান দেবেন পূর্ব মেদিনীপুরের সমুদ্রে যাওয়া মৎস্যজীবীরা৷ এখন যা রয়েছে পাঁচ থেকে সাত টনে৷” তার মানে দিঘা, শংকরপুর থেকে মাছ উঠবে দ্বিগুণের চেয়ে বেশি৷ এবং সাইজও ভাল৷

ওয়েস্টবেঙ্গল ফিশারম্যান অ্যাসোসিয়েশনের কর্তা বিজন মাইতিও বলেছেনট “মাছের জোগান ব্যাপক৷ ফলে বরফের চাহিদা হঠাৎ বেশ বেড়েছে৷ যা খবর, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, রায়চক থেকে আরও প্রচুর মাছ উঠবে৷ তাই দাম একেবারে নাগালে৷” উল্লেখ্য, এখন প্রতিদিন একশো টনেরও বেশি ইলিশের জোগান দিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা৷ এবং বাজার দাপাচ্ছে সেই ইলিশ৷

ফিশ ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের কর্তা অতুল দাস বলেন, “তাও এখন তো বাংলাদেশ থেকে ইলিশ ঢুকছে না৷ মায়ানমারের ইলিশ আসতেও সেই নভেম্বর৷ না হলে বিরাট ধস নামত ইলিশের বাজারে৷”

ধস কি নামে নি? আড়াইশো টাকায় কবে ঘরে তোলা গিয়েছে এই রুপোলি শস্য? কিছুদিন আগেও তিনশোর ঘর ছাড়িয়ে যাওয়া বড় রুই-কাতলাকে ফের আড়াইশোর ভিতরে পাঠিয়ে দিয়েছে ইলিশ৷ ইলশেগুঁড়ি বারি নাই বা পেল মন, ইলিশের এই আয়োজন মন্দ কী?

 

The post ভেনামির সুনামিতে ইলিশের দাম নিম্নমুখী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement