shono
Advertisement

রাতের অন্ধকারে দার্জিলিংয়ের মন্দিরে ঢুকল হিমালয়ান ব্ল্যাক বিয়ার! শৈলশহরে আতঙ্ক

ব্ল্যাক বিয়ারের খোঁজে তল্লাশি চলছে।
Posted: 04:35 PM Nov 24, 2021Updated: 08:14 PM Nov 24, 2021

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাতের অন্ধকারে চতুর্দিক শুনশান। কেউ কোথাও নেই। তার মাঝে রাস্তা দিয়ে হাঁটছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার (Himalayan Black Bear)। এবার দার্জিলিংয়ের সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকায় দেখা মিলল চারপেয়ের। লোকালয়ে ভালুকের দেখা মেলায় আতঙ্কিত শৈলশহরের বাসিন্দারা।

Advertisement

হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি রাতের অন্ধকারে দার্জিলিংয়ের সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকার একটি মন্দিরে ঢুকে পড়ে। মন্দিরে অবশ্য কোনও ক্ষয়ক্ষতি করেনি সে। পরিবর্তে মন্দিরে রাখা তেল, ঘি, ফল এমনকি মোমবাতিও খেয়ে নেয়।

[আরও পড়ুন:Primary TET: সুখবর! রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীতালিকা প্রকাশ করল বোর্ড]

সকালে ওই মন্দিরের পুরোহিত মন্দিরে ঢুকে দেখেন তেল, ঘি, ফল, মোমবাতি উধাও। প্রথমে ঠিক হয়েছে বুঝতে পারেননি তিনি। উধাও হওয়ার কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। তাতেই চোখ কপালে ওঠে সকলের। তাঁরা দেখেন মন্দিরের ভিতরে ঘুরছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার।

মন্দির কমিটির সদস্যরা দার্জিলিংয়ের বনবিভাগে খবর দেন। এ প্রসঙ্গে ডিএফও সুরত্ন শেরপা জানান, “ঘুম, জিমখানা, সিঞ্চেল, তাকদহ-সহ একাধিক জায়গায় হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে পাওয়া যাচ্ছে।হিমালয়ান ব্ল্যাক বিয়ার সংখ্যায় বাড়ছে, এটা খুবই ভাল ব্যাপার। এখনও পর্যন্ত কারওর উপর হামলা করেনি।” এর আগে গত ১৮ অক্টোবর তিব্বতি উদ্বাস্তু শিবিরের কাছে একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার খাঁচাবন্দি হয়।

এরপর ফের সিসি ক্যামেরায় ভালুকের ছবি ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বনবিভাগ সূত্রে খবর, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভালুকটির খোঁজে তল্লাশি চলছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার