shono
Advertisement
Mamata Banerjee in Nadia

মোদির সফরের আগেই নদিয়ায় মমতা! SIR-এর মাঝে মতুয়াগড় কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী

নিরাপত্তা খতিয়ে দেখলেন এডিজি দক্ষিণবঙ্গ।
Published By: Subhankar PatraPosted: 06:08 PM Dec 06, 2025Updated: 06:54 PM Dec 06, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এসআইআর প্রক্রিয়া শেষের পর নির্বাচন ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। এই আবহে জেলায় জেলায় জনসভা শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নদিয়ায় সভা করার কথা জননেত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই নদিয়া সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। তার আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে শনিবার নদিয়ার জেলা সদরে গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও।

Advertisement

আগামী ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন কৃষ্ণনগরে সেই মাঠ পরিদর্শন করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। মঞ্চস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের পথ-সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।  আরও খবর, এই সভা নিয়ে খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন ও পুলিশ যৌথ বৈঠকও করবে। এসআইআর আবহে মতুয়াগড় বনগাঁ থেকে জনসভা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর পর মুর্শিদাবাদ ও মালদহে জনসভা করেছেন তিনি। ৯ ডিসেম্বর কোচবিহারেও জনসভা করার কথা রয়েছে তাঁর। তার ঠিক দুই দিনের ব্যবধানে নদিয়া যাওয়ার কথা তাঁর।

মতুয়াগড় বনগাঁ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস তাঁদের যে কোনও সমস্যায় সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন। মালদহ, মুর্শিদাবাদেও অভয় বার্তা দিয়েছেন। নদিয়ার একাংশে মতুয়ারা অনেক সংখ্যায় রয়েছেন। কৃষ্ণনগরের একাংশ ও রানাঘাটের বেশ কয়েকটি বিধানসভায় ভোটের ফলাফলে মতুয়ারা অনেকক্ষেত্রেই নির্ণায়ক ভূমিকা পালন করে। এই আবহে নদিয়া থেকে কী বার্তা দেন সেই দিকে নজর সবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এসআইআর প্রক্রিয়া শেষের পর নির্বাচন ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের।
  • এই আবহে জেলায় জেলায় জনসভা শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এবার নদিয়ায় সভা করার কথা জননেত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই নদিয়া সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী।
Advertisement