shono
Advertisement
Hooghly

ইদের রাতে রক্তারক্তি কাণ্ড! শ্যালকের হাতে 'খুন' জামাইবাবু

পুলিশের জালে মৃতের ২ শ্যালক।
Published By: Tiyasha SarkarPosted: 09:56 AM Apr 01, 2025Updated: 09:56 AM Apr 01, 2025

সুমন করাতি, হুগলি: ইদের রাতে ভয়ংকর কাণ্ড। সামান্য বচসার জেরে জামাইবাবুকে খুনের অভিযোগ উঠল শ্য়ালকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির চক বাঁশবেড়িয়ার চুরি মহল্লায়। আকস্মাৎ বচসার জেরেই খুন নাকি পিছনে পুরনো শত্রুতা? জানতে তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম আক্রম হোসেন ওরফে বিট্টু। ইদ উপলক্ষে দুই শ্যালক রোহিত ও গুড্ডু মণ্ডল বিট্টুর বাড়িতে যায়। সেখানে তাঁরা একসঙ্গে খাওয়াদাওয়া করে। তারপরই কোনও বিষয়কে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকা ছুরি নিয়ে এসে আক্রমকে এলোপাথারি কোপাতে শুরু করে রোহিত ও গুড্ডু। রকাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আক্রান্ত যুবক। পরিবারের সদস্যরা টের পাওয়া মাত্রই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আক্রমের।

এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। মৃত যুবকের দাদা আনোয়ার হোসেন বলেন, "ভাইকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয়। কী কারনে খুন করল আমি জানি না।ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।" পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ২ অভিযুক্তকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইদের রাতে ভয়ংকর কাণ্ড। সামান্য বচসার জেরে জামাইবাবুকে খুনের অভিযোগ উঠল শ্য়ালকের বিরুদ্ধে।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির চক বাঁশবেড়িয়ার চুরি মহল্লায়।
  • আকস্মাৎ বচসার জেরেই খুন নাকি পিছনে পুরনো শত্রুতা? জানতে তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Advertisement