shono
Advertisement
Howrah

ডোমজুড়ে কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

স্থানীয়রাই প্রথমে সেই আগুন নেভাতে শুরু করেছিলেন।
Published By: Suhrid DasPosted: 01:24 PM Jan 12, 2025Updated: 02:39 PM Jan 12, 2025

অরিজিৎ গুপ্ত ও মণিরুল ইসলাম, হাওড়া: রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ের কারখানায় ভয়াবহ আগুন। সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। দড়ির কারখানার গোডাউনে এই আগুন লাগে বলে খবর। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় ওই আগুন নেভায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের পাকুড়িয়া এলাকায় একাধিক কারখানা রয়েছে। আজ রবিবার বেলা ১০টা নাগাদ ওই কারখানার ভিতর থেকে আগুন বেরোতে দেখা যায়। ধোয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। ওই কারখানাটিতে দড়ি তৈরি হয়। এদিন কারখানার ভিতরের গোডাউনে মূলত এই আগুন লাগে। গোডাউনের ভিতর বিপুল পরিমাণ দড়ি ও অন্যান্য জিনিসপত্র মজুত ছিল। দাহ্য বস্তু থাকায় দ্রুত সেই আগুন ছড়াতে থাকে।

ক্রমে সেই আগুনের শিখা বাড়ছিল। সেই আগুন নিয়ন্ত্রণে তাঁরা আনতে পারবেন না বুঝেই দমকলকে দ্রুত খবর দেওয়া হয়। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহার শিখা অনেকটাই গ্রাস করেছে। গোডাউন পেরিয়ে কারখানার অন্যান্য জায়গাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ওই এলাকায় আশপাশে অনেক কারখানা রয়েছে। ফলে আগুন অন্য জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। হাওয়ার বেগ থাকায় দ্রুত সেই আগুন বাড়ছিল। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

আগুন লাগার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশও ঘটনাস্থলে যায়। স্থানীয়দের দূরে সরিয়ে গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। শর্টসার্কিট নাকি অন্য কোনও কারণে এই আগুন লাগল? সেই বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ার ডোমজুড়ের এক কারখানায় ভয়াবহ আগুন।
  • পাকুড়িয়ার ওই কারখানায় দড়ি তৈরি হত বলে খবর।
  • রবিবার সকালে কারখানার ভিতর থেকে ধোয়া বেরোতে দেখা যায়।
Advertisement