সংবাদ প্রতিদিন নিউজ ব্যুরো: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বাগনান ও তেহট্টের হোগলবেড়িয়ায়। হাওড়ার ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তেহট্টে অভিযোগের তির মৃত গৃহবধূর শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে। তাদের দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রথম ঘটনাটি ঘটেছে বাগনানের গোবর্ধনপুরে। মৃতার নাম জয়শ্রী মান্না (২০)। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক বছর আগে গোবর্ধনপুরের শুভঙ্কর মান্নার সঙ্গে জোকা গ্রামের বাসিন্দা জয়শ্রীর বিয়ে হয়। মৃতার জেঠতুতো দাদা গৌতম ধাড়া অভিযোগ করেন, রবিবার জয়শ্রী তাঁদের ফোন করে জানিয়েছিলেন যে টাকার জন্য শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর অত্যাচার করছে। এরপর সোমবার এক অপরিচিত মোবাইল ফোন থেকে তাঁদের বাড়িতে জয়শ্রীর শরীর খারাপের খবর দেওয়া হয়। তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ফোনে জানানো হয়। গৌতমবাবুরা বাগনান গ্রামীণ হাসপাতালে গিয়ে জয়শ্রীর মৃতদেহ দেখতে পান। সেখানে জয়শ্রীর শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি। গৌতমবাবুর অভিযোগ, তাঁর বোনের মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে তার শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গিয়েছে। তিনি মঙ্গলবার বাগনান থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তদের কেউ এখনও পর্যন্ত ধরা পড়েনি।
[ পুরসভায় মহিলাদের হাতে আক্রান্ত কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ]
এদিকে পণের টাকার দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তেহট্টের হোগলবেড়িয়া থানার দেওয়ান পাড়ায়। মৃতার নাম মৌসুমী ঘোষ (২১)। বাড়ি থানারপাড়া থানার ধোড়াদহ ঘোষপাড়ায়। অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে মৌসুমীকে মারধর, খেতে না দেওয়া থেকে মানসিক অত্যাচারও করত। মঙ্গলবার রাতে মৌসুমীকে মারধর করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে খুন করে বলে মৃতার বাড়ির লোকজনের অভিযোগ। এ নিয়ে মৃতার বাবা সুনীল ঘোষ হোগলবেড়িয়া থানায় স্বামী-সহ পাঁচজনের নামে অভিযোগ করেছে। অভিযোগ পেয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নিতাই ঘোষ, মন্টু ঘোষ। প্রথমজন স্বামী ও দ্বিতীয়জন শ্বশুর। গতকাল রাতে মৌসুমী করিমপুর হাসপাতালে মারা গিয়েছে খবর পেয়ে তাঁর বাড়ি তথা এলাকার লোকজন জামাইয়ের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। সেখানে উত্তেজিত লোকজনরা নিতাইকে মারধর করে। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ মৃতার বাড়ির লোকজনকে মারধর করা হয়েছে। পালটা জামাইকে মারুতি গাড়িতে তুলে নিয়ে আসার অভিযোগও রয়েছে। পরে পুলিশ খবর পেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মৃতার শ্বশুরের অভিযোগে পুলিশ মৃতার হয়ে আসা চারজনকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে। তাঁদের নাম অশোক ঘোষ, বাঞ্ছারাম ঘোষ, প্রসেন সরকার, সুজিত মণ্ডল। ধৃতদের এদিন তেহট্ট কোর্টে তোলা হয়। পরে এদের জামিন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
[ ছেলের মৃত্যুর তদন্তের দাবি, মায়ের অভিযোগে কবর থেকে তোলা হল দেহ ]
The post পণের দাবিতে বধূ খুনের অভিযোগে চাঞ্চল্য বাগনান ও তেহট্টে appeared first on Sangbad Pratidin.
