shono
Advertisement

অভিনব থিম, হাওড়ায় এবার দাবার বোর্ডের আদলে পুজো মণ্ডপ

থাকবে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মুর্তিও৷ The post অভিনব থিম, হাওড়ায় এবার দাবার বোর্ডের আদলে পুজো মণ্ডপ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Sep 08, 2018Updated: 08:19 AM Sep 09, 2018

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: দাবা, তাস, পাশা, তিন কর্মনাশা৷ বাঙালির চিরাচরিত ধারণাকে রাতারাতি বদলে দিয়েছেন যাদবপুরের প্রণব বর্ধন ও হাওড়ার শিবনাথ দে৷ এশিয়াডে সেরার শিরোপা পেয়েছে বাংলার এই দুই তাসুড়ে৷ তাঁদের সাফল্যই কি আলোয় ফেরাল বুদ্ধির খেলা দাবাকেও?

Advertisement

এবারের পুজো দাবার আসর বসছে হাওড়ায় শ্যামপুরে! বাছরী মাঠের দুর্গাপুজোর থিমে অভিনবত্বের ছোঁয়া৷ পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপ তৈরি হবে দাবার বোর্ডের আদলে৷ থাকবে রাজা, মন্ত্রী, বোড়ে৷ অভিনব এই পুজো মণ্ডপে থাকবে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মূর্তিও৷

[ জামাইবাবুর সঙ্গে পরকীয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী! গর্ভপাত করতে গিয়ে মৃত্যু]

এ রাজ্যে থিমপুজো নতুন নয়৷ কিন্তু সাধারণত কোন জনপ্রিয় পর্যটনকেন্দ্র কিংবা সৌধের আদলের মণ্ডপ তৈরি করা হয়৷ কখনও কখনও শিল্পী ছোঁয়ার পুজো মণ্ডপে জীবন্ত হয়ে ওঠে সমকালীন কোনও ঘটনা৷ কিন্তু, দাবাকে কেন থিম হিসেবে বাছলেন শ্যামপুরের বাছরী ফুটবল মাঠের দুর্গাপুজো কমিটি? সভাপতি চিত্তরঞ্জন মেটিয়া বলেন, “আমাদের এ রাজ্যে ক্রিকেট আর ফুটবলের রমরমা৷ দাবার মতো ইন্ডোর গেমগুলি দিকে সেভাবে নজর দেওয়া হয় না৷” তাই ইন্ডোর গেমকেও জনপ্রিয় করতে দাবাকে থিম করেছেন তাঁরা৷ শুধু দাবা বোর্ড বা ঘুটিই নয়, এই খেলার সম্পর্কে নানা অজানা তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা৷ আর বাড়তি আকর্ষণ অবশ্যই গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মুর্তি৷ পুজোর আর বেশি দেরি নেই৷ শ্যামপুরের বাছরী ফুটবল মাঠের দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে৷ আশবাদী উদ্যোক্তারা৷

[সোনাজয়ী স্বপ্নার মায়ের উপর দুষ্কৃতী হামলা, ছিনতাই করা হল হার

The post অভিনব থিম, হাওড়ায় এবার দাবার বোর্ডের আদলে পুজো মণ্ডপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement