shono
Advertisement
Bankura

পাকিস্তানের গুণগানের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক, বাঁকুড়ায় পুলিশ হেফাজতে যুবক

ধৃত যুবকের সম্পর্কে বিশদে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা।
Published By: Suhrid DasPosted: 03:42 PM May 12, 2025Updated: 08:40 PM May 12, 2025

টিটুন মল্লিক, বাঁকুড়া: সামাজিক মাধ্যমে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান লিখে প্রচার করা হয়েছিল। স্থানীয়দের চোখে পড়তে ক্ষোভ ছড়ায় এলাকায়। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকায়। ধৃত ওই যুবকের আসল বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চাঁদপুরে। আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই যুবক পেশায় একজন হকার। তার আসল বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের চাঁদপুরে। কিন্তু গত তিন বছর ধরে বাঁকুড়াতেই সে কর্মসূত্রে থাকছিল। বড়জোড়ার কলেজ মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে সে। বিভিন্ন জায়গায় হকারের কাজ করে। দিন কয়েক আগে সে তার নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান লেখে। যদিও ওই যুবক অন্য নামে সেই সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বলে খবর। ওই স্লোগানের বিষয়ে জানাজানি হয়। প্রোফাইলের ছবি মিলিয়ে খোঁজখবর করলে দেখা যায়, ওই হকার যুবকই এই কাজ করেছে। সেই ওই সোশাল মিডিয়া অ্যাকাউন্ট চালায়।

স্থানীয়রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আজ সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। অভিযোগ, আদালত চত্বরেও এদিন সে 'পাকিস্তান জিন্দাবাদ' বলে বিড়বিড় করেছে। বিচারক ওই যুবককে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বীরভূম থেকে দিন কয়েক আগেই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বাঁকুড়ার ধৃত এই যুবকও কি কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িয়ে? বাড়ি ছেড়ে অন্য জেলায় কেন সে থাকছিল? সেসব প্রশ্ন উঠেছে।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত মাসে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক মারা গিয়েছিলেন। তারপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে জোর চর্চা হয়। 'অপারেশন সিঁদুর' নামে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালায়। ন'টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর পাকিস্তান ভারতীয় সীমান্ত এলাকায় হামলা চালায়। ভারতও প্রত্যাঘাত করেছে। সেই আবহে বাঁকুড়ার এই ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল। পুলিশ ধৃতের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে খবর।

অন্যদিকে, ফেসবুকে দেশবিরোধী পোস্ট  করে পুলিশের হাতে ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটের আরও এক যুবক। পুলিশ জানায় ধৃতের নাম মিলন শেখ (৩৫)। দাঁইহাটের মোকামপাড়ায় তাঁর বাড়ি, পেশায় রাজমিস্ত্রি। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন  ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। দেশবিরোধী চক্রান্তে ধৃতের সঙ্গে আর কারা জড়িত,  তা তদন্ত করে দেখছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামাজিক মাধ্যমে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান লিখে প্রচার করা হয়েছিল।
  • স্থানীয়দের চোখে পড়তে ক্ষোভ ছড়ায় এলাকায়। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকায়।
Advertisement