shono
Advertisement
Naihati

রবিনসন স্ট্রিটের ছায়া নৈহাটিতে! বন্ধ ঘরে মৃত স্ত্রীকে আগলে স্বামী

ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Published By: Suhrid DasPosted: 12:51 PM Dec 13, 2025Updated: 12:51 PM Dec 13, 2025

অর্ণব দাস, বারাকপুর: রবিনসন স্ট্রিটের ছায়া উত্তর ২৪ পরগনার নৈহাটি। বন্ধ ঘরে মৃত স্ত্রীকে আগলে স্বামী! পাশের ঘরে রয়েছে প্রতিবন্ধী ছেলে। শুক্রবার রাতে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। অসুস্থতাজনিত কারণে এই মৃত্যু নাকি অন্য কোনও কিছু? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতার নাম তৃপ্তি নন্দী। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌর নন্দী, তৃপ্তি নন্দী নামে ওই দম্পতি। বাড়িতে আছেন তাঁদের প্রতিবন্ধী তরুণ ছেলে। বেশ কয়েক দিন ধরে শাস্ত্রী রোডের ওই পরিবারকে কেউ দেখতে পাননি বলে খবর। এসআইআরের কাজে বিএলএ-রা ওই বাড়িতে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ পেয়ে ফিরে এসেছিলেন বলে খবর। শুক্রবার বেলা থেকেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। কোথা থেকে ওই পচা গন্ধ বার হচ্ছে? সেই প্রশ্ন উঠেছিল।

এদিকে গতকাল সন্ধেবেলায় হাওড়া থেকে তৃপ্তি নন্দীর বোন নৈহাটিতে গিয়েছিলেন। তিনি ডাকাডাকি করলে কোনওমতে ওই প্রতিবন্ধী তরুণ ভিতর থেকে মাসির হাতে চাবি দিয়েছিলেন। ওই মহিলা প্রতিবেশীদের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান। এরপরেই প্রতিবেশীরা জড়ো হন বাড়ির সামনে। খবর দেওয়া হয় নৈহাটি থানায়। কিছু সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে যায়। ওই বাড়িতে পুলিশ ঢোকে। দেখা যায় খাটের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তৃপ্তি নন্দী। দেহে পচন ধরেছে। ঘরের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে রয়েছেন স্বামী গৌর নন্দী। ওই বাড়ির ভিতরেই ছিলেন দম্পতির প্রতিবন্ধী পুত্র।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অসুস্থ গৌর নন্দীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় প্রতিবেশীরাও হতবাক। নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় আগামী দিনে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিনসন স্ট্রিটের ছায়া উত্তর ২৪ পরগনার নৈহাটি।
  • বন্ধ ঘরে মৃত স্ত্রীকে আগলে স্বামী!
  • পাশের ঘরে রয়েছে প্রতিবন্ধী ছেলে।
Advertisement