shono
Advertisement

Breaking News

India-Pakistan ceasefire

ভারত-পাক সংঘর্ষবিরতির জের! সোশাল মিডিয়ায় বিজেপিকে নিশানা, মুখরক্ষায় পালটা প্রচার

প্রচারের জন্য বিজেপির তরফে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে মাথায় রেখে একটি কমিটিও করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:31 AM May 11, 2025Updated: 09:31 AM May 11, 2025

স্টাফ রিপোর্টার: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের নিশানায় বিজেপি। ফেসবুক-ইনস্টাগ্রামে অসংখ্য মানুষ সরাসরি আক্রমণ করে লিখেছেন, '১৯৪৭ সালে ইংরেজদের হয়ে দালালি করেছিল আরএসএস। আর ২০২৫-এ দেশ যখন বদলা চাইছে তখনও ট্রাম্পের কথায় গুটিয়ে গেল বিজেপি।'

Advertisement

সংঘর্ষবিরতির আগে দুপুরেও দেশজুড়ে প্রধানমন্ত্রীর সমর্থনে গলা ফাটাচ্ছিল আমজনতা। সন্ধ্যায় সংঘর্ষবিরতি ঘোষণা হতেই মুহূর্তে সেই প্রশংসা বিদ্রুপ-কটাক্ষে রূপান্তরিত হয়ে গেল। ক্ষতে মলম লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে স্বভাবতই আমজনতার ক্ষোভ নিরসনে মাঠে নামছে বঙ্গ বিজেপি।

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ায় চাপে পড়ে ইসলামাবাদের আবেদন-নিবেদনের জেরে শান্তির স্বার্থে ভারত সংঘর্ষবিরতি করলেও, ভবিষ্যতে ফের সমঝে দেবে বলে সতর্কবার্তাও দিয়েছে নয়াদিল্লি। এমনই পালটা যুক্তি ও প্রচার নিয়ে বাড়ি বাড়ি যাবেন বঙ্গ বিজেপি নেতারা।

সফল 'অপারেশন সিঁদুর'-কে সামনে রেখে সেনাবাহিনীর সাফল্যকে তুলে ধরতে রাজ্যের সমস্ত মহকুমায় অভিনন্দন যাত্রা করবে বিজেপি। সেনার সাফল্যকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় সরকারের হয়ে প্রচার করবে। এই অভিনন্দন যাত্রা নিয়ে রাজ্যে বিজেপির তরফে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে মাথায় রেখে একটি কমিটিও করা হয়েছে। এদিকে, সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি ট্রাম্প ঘোষণা করলেন। কে পরিচালনা করছে বোঝাই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় সোশাল মিডিয়ায় নেটিজেনদের নিশানায় বিজেপি।
  • ফেসবুক-ইনস্টাগ্রামে অসংখ্য মানুষ সরাসরি আক্রমণ করে লিখেছেন, '১৯৪৭ সালে ইংরেজদের হয়ে দালালি করেছিল আরএসএস। আর ২০২৫-এ দেশ যখন বদলা চাইছে তখনও ট্রাম্পের কথায় গুটিয়ে গেল বিজেপি।'
  • সংঘর্ষবিরতির আগে দুপুরেও দেশজুড়ে প্রধানমন্ত্রীর সমর্থনে গলা ফাটাচ্ছিল আমজনতা।
Advertisement