shono
Advertisement
International Mother Language Day

রীতিতে ছেদ! বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস

বাংলাদেশ জটিল পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল? কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published By: Subhankar PatraPosted: 10:31 AM Feb 21, 2025Updated: 10:35 AM Feb 21, 2025

দেব গোস্বামী, বোলপুর: আজ মাতৃভাষা দিবস। তবে বাংলাদেশের জটিল পরিস্থিতির মধ্যে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস। এমনকী বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে মূল অনুষ্ঠান বন্ধ হয়নি। তা হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। শুক্রবার সকালে পূরবী গেট থেকে একটি শোভাযাত্রাও হয়েছে। বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলায় অনুষ্ঠান করা যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

২০১৭ সাল থেকে বাংলাদেশ ভবন নির্মাণের পর থেকেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানেই উদযাপিত হয়ে আসছে। ব্যতিক্রম হয়নি কোনও দিনই। যদিও পূর্বে বিশ্বভারতীর বিভিন্ন ক্যাম্পাসে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে মূলত ওপার বাংলার পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের তত্ত্বাবধানে সকালের অনুষ্ঠান ও সন্ধ্যার অনুষ্ঠান হয়। কিন্তু এবছর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে হয়নি মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। সন্ধ্যার সংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ায় মন খারাপ পড়ুয়াদের।

তবে শুক্রবার সকালে বর্ণাঢ্য পদযাত্রা হয়। সেখানে অংশ নেন উপাচার্য বিনয় কুমার সোরেন, অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ-সহ বিভিন্ন ভবনের পড়ুয়ারা। বিশ্বভারতীর পড়ুয়া সুচিস্মিতা দাসগুপ্ত ও শ্যামল ভৌমিকরা বলেন, "বাংলাদেশ ভবনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও সকালে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের মিলিত বর্ণাঢ্য পদযাত্রা ছাড়াও আলপনা দিয়েও রাঙিয়ে তোলা হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা।"

কেন আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে অনুষ্ঠান হল না? বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "বাংলাদেশ ভবন সংস্কারের কাজ চলছে। তাই মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পরিবর্তন করে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ মাতৃভাষা দিবস। তবে বাংলাদেশের জটিল পরিস্থিতির মধ্যে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপিত হল না মাতৃভাষা দিবস।
  • এমনকী বাতিল করা হয়েছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও।
  • তবে অনুষ্ঠান বন্ধ হয়নি। তা হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে।
Advertisement