shono
Advertisement
Kazi Nazrul Islam

'সমাধি অক্ষত তো?', নজরুলের পাশে হাদিকে কবরের সিদ্ধান্তে শঙ্কা প্রকাশ কবির পরিবারের

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চুরুলিয়াবাসীও!
Published By: Subhankar PatraPosted: 01:38 PM Dec 23, 2025Updated: 01:43 PM Dec 23, 2025

মৈনাক চট্টোপাধ্যায়, আসানসোল: 'কবির সমাধি অক্ষত তো?' ঢাকায় নজরুল ইসলামের সমাধির পাশে মৌলবাদী, ভারত বিরোধী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে কবরস্থর সিদ্ধান্তে কবির সমাধির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ তাঁর পরিবারের সদস্যদের। সাম্যবাদের কবির পাশে কট্টরপন্থী এক নেতাকে সমাধিস্থ করা নিয়ে ক্ষুব্ধ বাংলার নজরুল অকাদেমির সদস্যরাও। এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, সে দেশের জাতীয় কবির পাশে এক সাম্প্রদায়িক ব্যক্তির কবর থাকা শোভনীয় বলে তোপ দেগেছেন আসানসোলবাসীও।

Advertisement

'এক বৃন্তে দুটি কুসুম হিন্দু, মুসলমান' লেখা, শ্যাম সঙ্গীত গাওয়া নজরুল আজীবন সাম্যবাদের পক্ষেই ছিলেন। তাঁর কবিতা, বিভিন্ন মন্তব্য সেই প্রমাণই দেয়। জীবনকালে বিভিন্ন সময় মৌলবাদের হুমকির মুখে পড়েছিলেন নজরুল। মৃত্যুর পর এক মৌলবাদীকে তাঁর পাশে কবরস্থ করা হল! এই সিদ্ধান্তে তাঁকে ও তাঁর ধারণা, মনোভাবকে গুরুত্বহীন করে দেওয়া হল মনে করছেন আসানসোলের চুরুলিয়ায় থাকা কাজী পরিবার।

বিদ্রোহী কবির পরিবারের দাবি, বাংলাদেশের জাতীয় কবির কবরের পাশে কয়েকজন বিশিষ্ট কবি ছাড়া আর কারও কবর থাকবে না বলেই তাঁরা জানতেন। কিন্তু এখন সমাধিস্থ করা হল হাদির মতো কট্টরপন্থী নেতাকে! নজরুল ইসলামের ভাইপোর মেয়ে সোনালি কাজি এই সিদ্ধান্তে নিজের ক্ষোভ চেপে রাখেননি। তাঁর কথায়, "কাজী নজরুল ইসলাম পৃথিবীর কাছে মানবতার কবি হিসাবে চিহ্নিত। তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্তে কোথায় গিয়ে কবিকে আরও পাঁচজনের সঙ্গে এক করে দেওয়া হল। তাঁকে গুরুত্বহীন করে দেওয়া হল। এখন ভাবার সময় এসেছে কবির কবর নিরাপদে থাকবে তো!"

শুধু কাজী পরিবারই নয়, ইউনুস সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন নজরুল অকাদেমির সদস্য ও চুরুলিয়ার বাসিন্দা কাজী বাপ্পাও। তিনি বলেন, "আমরা চুরুলিয়াবাসী এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। হাদি মৌলবাদী নেতা ছিলেন। নজরুলের পাশে তাকে কবর দেওয়ার সিদ্ধান্তকে ধিক্কার জানাই।" স্থানীয় এক চিকিৎসক বলেন, "এটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে কবির কবর থাকলেও, তিনি আমাদের হৃদয়জুড়ে রয়েছেন। নজরুল আমাদের  আবেগ। তিনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থাকলেন, তাঁর পাশে হাদির কবর মেনে নেওয়ার নয়। জাতীয় কবির পাশে এক সাম্প্রদায়িক ব্যক্তির কবর থাকা শোভনীয় নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'কবির কবর নিরাপদে থাকবে তো?'
  • ঢাকায় নজরুল ইসলামের সমাধির পাশে মৌলবাদী, ভারত বিরোধী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে কবরস্থর সিদ্ধান্তে কবির সমাধির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ তাঁর পরিবারের সদস্যদের।
  • সাম্য়বাদের কবির পাশে কট্টরপন্থী এক নেতাকে সমাধিস্থ করা নিয়ে ক্ষুব্ধ বাংলার নজরুল অকাদেমির সদস্যরাও।
Advertisement